Thu, September 19, 2024

ই-পেপার দেখুন

আর জি করকাণ্ড: দেশজুড়ে আন্দোলনের ডাক দিল ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন

Kibria Ansary

Published: 11 August, 2024, 09:23 PM
আর জি করকাণ্ড: দেশজুড়ে আন্দোলনের ডাক দিল ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন

পুবের কলম, ওয়েবডেস্ক: আর জি করের তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। এবার নৃশংস হত্যাকণ্ডের আঁচ পড়তে চলেছে দেশজুড়ে। দেশজুড়ে আন্দোলনের ডাক দিল ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। সোমবার দেশের হাসপাতাগুলিতে একাধিক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন। এদিকে শুক্রবার থেকেই চলছে বিক্ষোভ। শনিবার রাজ্যের প্রায় সব সরকারি হাসপাতালের বাইরেই প্রতিবাদে শামিল হয়েছেন চিকিৎসকেরা। ঘটনার নিন্দা করেছে জাতীয় স্তরেও চিকিৎসক সংগঠনগুলি।


আর জি করের তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় অভিযুক্তের মৃত্যুদণ্ডের দাবি তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক সংবাদমাধ্যমকে মুখ্যমন্ত্রী বলেন, “মৃত্যুটা খুবই অমানবিক, ন্যক্কারজনক, নৃশংস। জুনিয়র ডাক্তাররা যে দাবি জানাচ্ছে, তা সঙ্গত। প্রশাসনকে নির্দেশ দিয়েছি, ফার্স্ট ট্র্যাক কোর্টে কেসটা গিয়েছে, একেবারে ফাঁসির আবেদন জানানো হোক।” পাশাপাশি সিবিআই তদন্তে রাজ্যের কোনও আপত্তি নেই বলে জানান বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “কালকে আমি ঝাড়গ্রামে ছিলাম। আসতে আসতে খবর রাখছিলাম। বাবা-মার সঙ্গেও কথা বলেছি। প্রশাসনকে নির্দেশ দিয়েছি, ফার্স্ট ট্র্যাক কোর্টে কেসটা গিয়েছে, একেবারে ফাঁসির আবেদন জানানো হোক। অভিযুক্তের কোনও ক্ষমা নেই। ১ জনকে তো গ্রেফতার করেছে, একটা ব্রেক থ্রু নিশ্চয়ই হয়েছে।”


উল্লেখ্য, তরুণীকে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক সেমিনার হলে নিচু একটি খাটের মতো জায়গায় সংজ্ঞাহীন ও বিধ্বস্ত অবস্থায় দেখতে পাওয়া যায়৷ পুলিশ সূত্রে খবর, সেমিনার হল থেকে ব্লু টুথের ছেঁড়া তার সংগ্রহ করা হয়েছে । সেই তারের সূত্র ধরেই সঞ্জয়কে আটক করা হয়েছে। ঘটনার রাতে সঞ্জয়ের সঙ্গে আর অন্য কেউ সেমিনার হলে ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৩টে থেকে সকাল ৬টার মধ্যে ঘটনাটি ঘটেছে। তরুণী চিকিৎসকের গলার একটি হাড় ভাঙা। তাই মনে করা হচ্ছে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। এছাড়া চোখ, গলায় রক্তের দাগ এবং যৌনাঙ্গে ক্ষতচিহ্নও রয়েছে।

দেশ - এর থেকে আরোও খবর

RG Karkand Federation of Resident Doctors Association called for nationwide agitation

Leave a comment