Thu, September 19, 2024

ই-পেপার দেখুন

সরকারের আয়ের পথ প্রশস্ত করাই আমার কাজ, মানুষকে সমস্যায় ফেলা নয়: কেন্দ্রীয় অর্থমন্ত্রী

Kibria Ansary

Published: 14 August, 2024, 07:20 PM
সরকারের আয়ের পথ প্রশস্ত করাই আমার কাজ, মানুষকে সমস্যায় ফেলা নয়: কেন্দ্রীয় অর্থমন্ত্রী

পুবের কলম, ওয়েবডেস্ক: অর্থমন্ত্রী হিসাবে সরকারের আয়ের পথ প্রশস্ত করাই আমার কাজ, মানুষকে সমস্যায় ফেলা নয়। ভোপালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইএসইআর) একাদশতম কনভোকেশনে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেছেন, ভারতীয় অর্থনীতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে থাকায় তার মোকাবিলা অনেক বেশি জরুরি। পারলে করের অঙ্ক শূন্য করার ইচ্ছে ছিল।

গবেষণা খাতে ফান্ডের প্রয়োজনের উপর জোর দিয়ে নির্মলা বলেন, এনার্জি ট্রানজ়িশন, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি থেকে উৎপাদিত শক্তির বদলে ব্যাটারি চালিত এবং গ্রিন এনার্জির ব্যবহার শুরু করার যে দায়বদ্ধতা কেন্দ্রের রয়েছে তা পূরণের জন্য বিদেশের আর্থিক সহায়তা না পাওয়া পর্যন্ত ভারতকে নিজের অর্থেই সেই কাজ করতে হবে।

দেশ - এর থেকে আরোও খবর

Union Finance Minister Nirmala Sitharaman

Leave a comment