Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

ইকরা হাসপাতালে নিপা রোগীর সেবা করে নার্স কোমায় আট মাস

ইমামা খাতুন

Published: 29 July, 2024, 08:19 PM
ইকরা হাসপাতালে নিপা রোগীর সেবা করে নার্স কোমায় আট মাস


তিরুবনন্তপুরম, ২৯ জুলাই: কোমায় চলে যাওয়া নার্সের মানবিকতার চর্চা শুরু হয়েছে আট মাস পর। নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিপা ভাইরাসে আক্রান্ত এক রোগীর সেবা করে ছিলেন। কেরলের কলিকটের বিখ্যাত ইকরা আন্তর্জাতিক হাসপাতালের ঘটনা।

নার্সের নাম টিট্টু থমাস, বয়স ২৪, বিএসসি নার্সিং পাশ থমাস ইকরা হাসপাতালে এক রোগীর দেখভাল করেছেন। সুরক্ষা গ্রহণ করেও আক্রান্ত হয়েছেন। দু’মাস কোয়ারেনটাইনে বা একলা বাসের পর মাথা যন্ত্রণা শুরু হয় তারপর কোমায় চলে যায়। একই হাসপাতালে ৮ মাস ধরে চিকিৎসা চলছে তার। নিপা ভাইরাস অত্যন্ত মারাত্মক ধরনের।

থমাসের জন্য হাসপাতাল ৮ মাসে ৪০ লক্ষ টাকার বেশি খরচ করেছে কিন্তু এখনও জ্ঞান আসেনি থমাসের। কেরল সরকারের কাছে আবেদন জানিয়েছে থমাসের পরিবার। উল্লেখ্য, ভারতে নিপা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে কোভিড-এর মতো সাবধানতা অবলম্বন করার কথা বলা সত্ত্বেও যদি অভিজ্ঞ নার্সকে কোমায় চলে যেতে হয় তাহলে এরপর আতঙ্ক আরও ছড়াবে।

থমাসের পরিবার কেরল সরকারের কাছে আবেদন জানিয়েছে আরও এ্যাডভান্স কোন ট্রিটমেন্ট যদি ব্যবস্থা করা যায়। রোগীর সেবা করতে পিছপা হয়নি থমাস। ২০২৩ সালের সেপ্টেম্বরে ইকরা হাসপাতালে ভর্তি করা হয়েছিল নিপা রোগীকে।

জ্বর নিয়ে ভর্তি হয়, তারপর মারা যাবার পর নিপা ভাইরাস ধরা পড়ে। আর তখনই কোয়ারেনটাইনে পাঠানো হয়, রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের। থমাসের নিপা ধরা পড়ে এবং ভালো হয়ে ওঠার পর এনকেফেলাইটিসে আক্রান্ত হয়ে কোমায় চলে যায়। সরকারি মেডিক্যাল কলেজের চিকিৎসকদের একটি বোর্ড গঠন করা হয়েছে থমাসের জন্য। নিপার পর এনকেফেলাইটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখে উদ্বিগ্ন ডাক্তাররাও। 
 

Leave a comment