Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

ঢাকা থেকে বিশেষ বিমানে ভারতীয় হাইকমিশনের অতিরিক্ত কর্মীরা ফিরল দিল্লিতে

আবুল খায়ের

Published: 07 August, 2024, 04:59 PM
ঢাকা থেকে বিশেষ বিমানে ভারতীয় হাইকমিশনের অতিরিক্ত কর্মীরা ফিরল দিল্লিতে

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে (এআই ১১২৮) নয়া দিল্লিতে ফিরলেন ঢাকা ভারতীয় হাই কমিশনের ১৯০ জন কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা। জানা গেছে ফেরত আসা কর্মীরা হাই কমিশনের অতিরিক্ত কর্মীদের হিসাবে নিযুক্ত ছিলেন। ঢাকায় ভারতীয় হাই কমিশন সক্রিয় আছে। সেখানে ২০ থেকে ৩০ জন অভিজ্ঞ কূটনীতিক কর্মরত রয়েছেন। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং সিলেটে ভারতের অ্যাসিসটেন্ট হাইকমিশন বা কনস্যুলেট রয়েছে।

মঙ্গলবার, ভারতের বিদেশমন্ত্রী এস  জয়শংকর পার্লামেন্টে সর্বদলীয় বৈঠকে জানান, বাংলাদেশের পরিস্থিতি এতটাও উদ্বেগজনক নয় যে সেখানে অবস্থানরত ১০ হাজার ভারতীয়কে এখনই সরিয়ে নেওয়া প্রয়োজন। তিনি আরও জানান, বাংলাদেশের পরিস্থিতি ক্রমে ভালো হচ্ছে। ঢাকায় কর্মরত কূটনীতিকদের মারফৎ সেখানকার ভারতীয়দের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। তবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ধর্মালম্বী এবং মন্দিরে আক্রমণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন থেকে ক্রমশ অগ্নিগর্ভ হয়ে ওঠে পড়শি দেশের পরিস্থিতি। প্রাণ যায় ৪০০ জনের বেশি মানুষের। নজিরবিহীন সরকার বিরোধী আন্দোলনের তীব্রতায় সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বাংলাদেশের সেনাবাহিনীর বিশেষ বিমান তাঁকে নিয়ে দিল্লির কাছে হিন্ডন বিমানঘাঁটিতে অবতরণ করে। পরে সেই বিমান ফিরে গেলেও, যাননি হাসিনা। তিনি দিল্লিতেই কোনও গোপন আস্তানায় রয়েছেন বলে খবর ৷

বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার সংসদ ভেঙে দিয়ে নোবেল বিজয়ী মহম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ করেছেন। মঙ্গলবার গভীর রাতে রাষ্ট্রপতির প্রেস সচিব মহম্মদ জয়নাল আবেদিন বলেন, বঙ্গভবনে (রাষ্ট্রপতির সরকারি বাসভবন) তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকারের অন্যান্য সদস্যদের চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব।

 

Leave a comment