Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

আশ্রয়স্থল ভারত, ইউপি গাজিয়াবাদ হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছল হাসিনার বিমান

Kibria Ansary

Published: 05 August, 2024, 07:49 PM
আশ্রয়স্থল ভারত, ইউপি গাজিয়াবাদ হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছল হাসিনার বিমান

লখনই, ৫ অগাস্ট: অসহযোগ আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। সোমবারই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বোন রেহানাকে সঙ্গে নিয়ে সামরিক বিমানে সোমবার দুপুর আড়াইটে নাগাদ দেশ ছাড়েন তিনি। জানা গেছে ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চাননি হাসিনা। সেমত তিনি বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ত্রিপুরার আগরতলায় পৌঁছান। সেখান থেকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে নামলেন মুজিবকন্যা শেখ হাসিনা।

সূত্রের খবর, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সি-১৩০ বিমানে যাত্রা শুরু করেন। সেটি এখন ভারতীয় বিমান বাহিনীর (IAF) সি-১৭ এবং সি-১৩০জে সুপার হারকিউলিস এয়ারক্রাফট হ্যাঙ্গারের কাছে পার্ক করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, "ভারতীয় আকাশসীমায় ঢোকার সময় থেকে শুরু করে গাজিয়াবাদের হিন্দোন বিমানঘাঁটি পর্যন্ত হাসিনার বিমানের গতিবিধির উপর নজর রেখেছিল ভারতীয় বায়ুসেনা ও নিরাপত্তা সংস্থাগুলি।" এদিকে বাংলাদেশের অশান্তি জেরে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF)।

দেশ - এর থেকে আরোও খবর

Shelter India Hasina's plane reaches Hindon Air Force base in Ghaziabad

Leave a comment