শ্রীনগর, ২৭ জুলাই: ফের উত্তপ্ত ভূস্বর্গ। ফের জঙ্গি হামলা শহিদ হলেন এক ভারতীয় সেনা। গুরুতর আহত আরও চারজন সেনা। জম্মু-কাশ্মীরের কুপওয়াড়াতে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াই হয়। সেনাবাহিবীর পক্ষ থেকে দাবি করা হয়েছে একজন পাকিস্তানীকে খতম করা হয়েছে। পাকিস্তান বর্ডার অ্যাকশন টিম সীমান্ত বরাবর গুলি চালাতে থাকে। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। এক সিনিয়র অফিসার জানান, "পাকিস্তানের দিক থেকে প্রথমে অতর্কিত গুলি চালানো শুরু হয়। পাল্টা জবাব দেয় সেনা।"