Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

ওয়াকফ আইনে বড়সড় পরিবর্তনের ঘোষণা কেন্দ্রের, ক্ষমতা নিয়ন্ত্রণের ইঙ্গিত

ইমামা খাতুন

Published: 04 August, 2024, 07:13 PM
ওয়াকফ আইনে বড়সড় পরিবর্তনের ঘোষণা কেন্দ্রের, ক্ষমতা নিয়ন্ত্রণের ইঙ্গিত

পুবের কলম,ওয়েবডেস্ক: ওয়াকফ আইনে বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত কেন্দ্রের।  সূত্রের খবর, চলতি সপ্তাহেই সংসদে এই সংশোধনী বিল পেশ করা হতে পারে। জানা গেছে, ওয়াকফ বোর্ডের এক্তিয়ার এবং ক্ষমতা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই এই বিল আনতে চাই কেন্দ্রাসিন সরকার। 

 

 

 

 

 

 

স্বাধীনতার সময়কালে অনেক মুসলিম ভারত ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন। ভারতে তাদের থেকে যাওয়া সম্পত্তি মুসলিমদেরই বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহারের জন্য ১৯৫৪ সালে প্রথম পাশ হয়  ওয়াকফ আইন। ১৯৯৫ এবং ২০১৩ সালে যা পরিবর্তন এবং পরিমার্জনের মাধ্যমে বিশেষ কাজ করার ক্ষমতা পায়  ওয়াকফ বোর্ড। ওয়াকফের  সম্পত্তি সব মুসলমানদেরই দেওয়া।২০২৪ সাল অবধি প্রায় ৯ লক্ষ একরেরও বেশি জমি  আছে ওয়াকফ বোর্ডের।

ওয়াকফ বোর্ডের সেই এক্তিয়ার এবং ক্ষমতা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার ওয়াকফ আইনে প্রায় ৪০টি সংশোধনী আনার ভাবনাচিন্তা করছে সরকার।

      

সূত্রের খবর, মুসলিমদের দান করা বা দেওয়া আগে যে কোনও সম্পত্তি বা জমি কোনরকম সরকারি পর্যালোচনা ছাড়াই ওয়াকফ সম্পত্তি হিসেবে গণ্য করা হত। যেকোনও সম্পত্তি বা জমিতে ওয়াকফ বোর্ড দাবি জানালে, বাধ্যতামূলক সরকারি পর্যালোচনার নিয়ম চালু করার পক্ষপাতী সরকার। সম্পত্তি নিয়ে ব্যক্তিগত মালিকানা বা ওয়াকফ বোর্ডের বাদানুবাদ চলছে, সেই সম্পত্তির মালিকানা আদতে কার, তাও খতিয়ে দেখার আইনি এক্তিয়ার সরকার নিজের নিয়ন্ত্রণে আনতে চাইছে।এমনকী, ওয়াকফ বোর্ড গঠন এবং পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।

জানা গিয়েছে, গত শুক্রবার মন্ত্রিসভার বৈঠকেই এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। চলতি সপ্তাহে সংসদে এই বিষয়টি তুলে ধরা হতে পারে।

 

 

Leave a comment