Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

প্রবল বৃষ্টি'তে বন্যা গুজরাতে, মৃত বেড়ে ২৯...... জারি সতর্কতা

ইমামা খাতুন

Published: 29 August, 2024, 03:31 PM
প্রবল বৃষ্টি'তে বন্যা গুজরাতে, মৃত বেড়ে ২৯...... জারি সতর্কতা



পুবের কলম,ওয়েবডেস্ক: লাগাতার বৃষ্টিতে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি গুজরাতে। বন্যার জেরে এখনও পর্যন্ত ২৯ জন প্রাণ হারিয়েছেন। জারি রেড অ্যালার্ট। আবহাওয়া দফতর সূত্রে খবর, গত তিন দিনে শুধু দেবভূমি দ্বারকা জেলাতে ১৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কয়েক লক্ষ মানুষ জলমগ্ন হয়ে পড়েছে জেলাগুলিতে। শুরু হয়েছে উদ্ধারকাজ। বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।  রেড অ্যালার্ট জারি করা হয়েছে গুজরাটের ১১টি জেলায়। হলুদ সতর্কতা জারি রয়েছে ২২ জেলায়।


সংবাদ মাধ্যম সূত্রে খবর, আজ কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চলে লাল সতর্কতা জারি করেছে। দ্বারকা, জামনগর, মোরবি, সুরেন্দ্র নগর, রাজকোট, জুনাগড়, আমরেলি, ভাবনগর সহ একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপতত বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই।আগামিকালও বৃষ্টি চলবে।



Leave a comment