Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

দেশে ১৮ দিনে ১০টি রেল দুর্ঘটনা, ফের লাইনচ্যুত দিল্লি-সাহারানপুর যাত্রীবাহী ট্রেন, হতাহতের খবর নেই

ইমামা খাতুন

Published: 04 August, 2024, 05:50 PM
দেশে ১৮ দিনে ১০টি রেল দুর্ঘটনা, ফের লাইনচ্যুত দিল্লি-সাহারানপুর যাত্রীবাহী ট্রেন, হতাহতের খবর নেই

পুবের কলম, ওয়েবডেস্ক:  ফের লাইনচ্যুত ট্রেন। উত্তরপ্রদেশে লাইনচ্যুত দিল্লি-সাহারানপুর যাত্রীবাহী ট্রেনের ২ টি কোচ।  

জানা গেছে,  রবিবার দুপুর ১.৩০ নাগাদ সাহারানপুর স্টেশনে ঘটনাটি ঘটেছে। স্টেশনে পৌঁছনর পর রেল ইয়ার্ডের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ইঞ্জিনে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে লাইনচ্যুত হয় ট্রেনের ২টি কামরা। যদিও  সেই সময় ট্রেনের ভিতরে কোনও যাত্রী না থাকায় বড়সড় বিপদ থেকে রক্ষা  পাওয়া যায়। তবে এই ঘটনার পর রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের একবার উস্কে দিয়েছে প্রশ্ন।  কারণ গত ১৮ দিনে এই নিয়ে ১০টি রেল দুর্ঘটনা ঘটল দেশের নানা প্রান্ত। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনে যান রেলের আধিকারিকরা। 

Leave a comment