Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

স্কুলে যাওয়ার মুড নেই, 'বোমাঙ্কের ভুয়ো' খবর ছড়িয়ে পুলিশের নজরে ছাত্র

Bipasha Chakraborty

Published: 03 August, 2024, 08:11 PM
স্কুলে যাওয়ার মুড নেই, 'বোমাঙ্কের ভুয়ো' খবর ছড়িয়ে পুলিশের নজরে ছাত্র

 

নয়াদিল্লি, ৩ আগস্ট: দক্ষিণ দিল্লির একটি বেসরকারি স্কুলে বোমাতঙ্কের ঘটনায় পুলিশের সন্দেহের তালিকায় স্কুলের এক প্রাক্তনী। সম্প্রতি দিল্লির গ্রেটার কৈলাসের একটি একাধিক স্কুলে বোমাতঙ্কের ঘটনা ঘটে। দিল্লি পুলিশ এই ঘটনায় এক ১৪ বছরের নাবালককে সন্দেহের তালিকায় রেখেছে। স্কুলগুলিতে মেল করে বোমাতঙ্কের ভুয়ো আতঙ্ক ছড়ানো হয়। ছাত্রটি তার আত্মীয়ের অ্যাকাউন্ট থেকে ভুয়ো ইমেলটি পাঠিয়ে নিজেকে পাকিস্তানি সেনা জেনারেল হিসাবে পরিচয় দেয়। জানা গেছে, ওই ছাত্রটি নিজের স্কুল সহ আরও আশেপাশের কয়েকটি বোমাতঙ্কের মেল পাঠায়। সে নিজে স্কুলে যাওয়ার মুডে না থাকার জন্য মেল করে বেশ কয়েকটি স্কুলে সেই বোমাতঙ্কের ভুয়ো আতঙ্ক ছড়ায়। পুলিশ অনুসন্ধান করে কোনও জানায় সমস্ত স্কুলে কোনও বোমা রাখা নেই। পুলিশ ওই ছাত্রের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে। 

ছেলেটিকে জুভেনাইল জাস্টিস বোর্ডের (জেজেবি) সামনে হাজির করা আপাতত তাকে একটি হোমে পাঠানো হয়েছে।

Leave a comment