Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

বৃষ্টি ও ধসে বিপর্যস্ত হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ড, দুই রাজ্যের মৃতের সংখ্যা বেড়ে ২৩

Kibria Ansary

Published: 03 August, 2024, 01:57 PM
বৃষ্টি ও ধসে বিপর্যস্ত হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ড, দুই রাজ্যের মৃতের সংখ্যা বেড়ে ২৩

পুবের কলম, ওয়েবডেস্ক:

বৃষ্টি ও ধসে বিপর্যস্ত হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ড। ধসের জেরে হিমাচলপ্রদেশে ৮ ও উত্তরাখণ্ডে ১৫ জনের মৃত্যু হয়েছে। আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার বৃষ্টির জেরে ধসের কারণে হিমাচলপ্রদেশের একাধিক এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। ড্রোনের সাহায্যে দুর্গতদের উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে। এখনও পর্যন্ত নিখোঁজ ৪৫ জন। হিমাচলপ্রদেশে বৃষ্টির জেরে ভেসে গিয়েছে কুল্লুর, মান্ডির পাধার ও সিমলা রামপুরের নির্মন্দ, সইঞ্জ, মালানা। রাজ্যের বেশকিছু এলাকায় ১০০ উপরে বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, উত্তরাখণ্ডের কেদারনাথ, তেহরি, চামোলি, দেরাদুন, হরিদ্বার জেলায় মেঘভাঙা বৃষ্টিতে ১৫ জনের মৃত্যু হয়েছে। কেদারনাথে বৃষ্টি বিধ্বস্ত রাস্তায় আটকে পড়া প্রায় ৮০০ জন তীর্থযাত্রীকে সরিয়ে নিতে ভারতীয় বিমান বাহিনীর চিনুক ও এমআই ১৭ হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। আবহাওয়ার উন্নতি হলে শনিবার তীর্থযাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়া হবে। উত্তরাখণ্ডে বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭০০ উপর বাড়ি।

দেশ - এর থেকে আরোও খবর

death toll rose to 23 rain- and landslide-hit Himachal Pradesh Uttarakhand

Leave a comment