Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

জেলবন্দি কেজরি ইস্যুতে প্রতিবাদে নামছে ইন্ডিয়া জোট

Kibria Ansary

Published: 25 July, 2024, 07:34 PM
জেলবন্দি কেজরি ইস্যুতে প্রতিবাদে নামছে ইন্ডিয়া জোট

নয়াদিল্লি, ২৫ জুলাই: জেল হেফাজতের মেয়াদ বেড়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর। এদিকে কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তাঁর পরিবার। কদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রীকে খুনের চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছিল আপ। এবার কেজরি ইস্যুতে প্রতিবাদে নামছে ইন্ডিয়া জোট। ৩০ জুলাই দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ বিক্ষোভ দেখাবে ইন্ডিয়া জোটের নেতারা। বিরোধী নেতাদের দাবি, যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রীর জীবন নিয়ে খেলা করছে বিজেপি, তার যোগ্য জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় ইডি গ্রেপ্তার করে কেজরিকে। এরপর লোকসভা ভোটের সময় কেজরিওয়ালকে ভোটের প্রচার করার জন্য জামিন দেয় সুপ্রিম কোর্ট। তবে ফের তাঁকে তিহার জেলে এসে আত্মসমর্পন করতে হয়। সেই থেকে তিনি তিহার জেলে বন্দি রয়েছেন। কিছুদিন আগে ইডি মামলায় তিনি জামিন পেলেও সিবিআই মামলার জন্য তিনি জেল থেকে বের হতে পারেননি। এতসবের মাঝে এবার কেজরির মুক্তি নিয়ে পথে নেমে বিক্ষোভ দেখাবে ইন্ডিয়া জোট।

এদিকে গত ২১ জুলাই, তিহার জেলে বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্য উদ্বেগ প্রকাশ করে আম আদমি পার্টি। রবিবার এক সাংবাদিক বৈঠকে আপ সাংসদ সঞ্জয় সিং বলেন, কেজরিওয়ালের মেডিক্যাল রিপোর্ট বলছে, তাঁর সঙ্গে যে কোনও সময় যে কোনও কিছু ঘটতে পারে। আপ সাংসদের কথায়, "কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা করছে বিজেপি। প্রথমদিকে তারা বলছিল যে তিনি মিষ্টি খাচ্ছেন এবং তার সুগারের মাত্রা বাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু এখন তারা বলছে যে তিনি তার খাবার খাওয়া কমিয়ে দিয়েছেন। কেন কেউ এটা করবে। নিজের জীবনকে কেনো হুমকি মুখে ফেলবে?" কেজরিওয়ালকে খুনের চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন সঞ্জয় সিং।

দেশ - এর থেকে আরোও খবর

India Alliance protesting over the jailed Kejri issue

Leave a comment