Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

RSS নিষিদ্ধ কেনো? ভুল বুঝতে পাঁচ দশক সময় লেগে গেল কেন্দ্রের, প্রশ্ন মধ্যপ্রদেশ হাইকোর্টের

Kibria Ansary

Published: 26 July, 2024, 02:44 PM
RSS নিষিদ্ধ কেনো? ভুল বুঝতে পাঁচ দশক সময় লেগে গেল কেন্দ্রের, প্রশ্ন মধ্যপ্রদেশ হাইকোর্টের

ভোপাল, ২৬ জুলাই: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) মতো একটি 'আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন' সংগঠনকে সরকারি কর্মচারীদের জন্য নিষিদ্ধ সংগঠনের তালিকায় ভুলভাবে ঢোকানো হয়েছে, তা বুঝতে কেন্দ্রের প্রায় পাঁচ দশক লেগে গেল। এমনই মন্তব্য করল মধ্যপ্রদেশ হাইকোর্ট।

কেন্দ্রীয় সিভিল সার্ভিস (আচরণ) বিধির পাশাপাশি কেন্দ্রের অফিস মেমোরেন্ডামকে চ্যালেঞ্জ জানিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্ট একটি জনস্বার্থ মামলা করেছিলেন পুরুষোত্তম গুপ্তা নামের এক অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী। আরএসএসের কাজকর্মে সরকারি কর্মচারীদের অংশগ্রহণে বাধা দেওয়া অভিযোগের নিষ্পত্তি চেয়ে মামলাটি করেছিলেন গুপ্তা। বৃহস্পতিবার সেই মামলার শুনাতিতে বিচারপতি সুশ্রুত অরবিন্দ ধর্মাধিকারী এবং বিচারপতি গজেন্দ্র সিংয়ের বেঞ্চ মন্তব্য করেন, "আরএসএসের মতো একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন' সংগঠনকে নিষিদ্ধ সংগঠনের তালিকায় ভুলভাবে ঢোকানো হয়েছে, তা বুঝতে কেন্দ্রের প্রায় পাঁচ দশক লেগে গেল।"

এদিন হাইকোর্ট বলেছে, "এই নিষেধাজ্ঞার কারণে এই পাঁচ দশকে বহু কেন্দ্রীয় সরকারি কর্মচারীর দেশের সেবা করার আকাঙ্ক্ষা নষ্ট হয়েছে। বিষয়টি আদালতের নজরে আনা হলে সিদ্ধান্ত বদল করেছে।" কেনো নিষিদ্ধ করা হয়েছে! সেবিষয়ে বারবার জানতে চাওয়া হলেও কেন্দ্রীয় সরকারের তরফে কোনও জবাব দেওয়া হয়নি বলে উল্লেখ করেছে বেঞ্চ। আদালত বলেছে, এটা বিশ্বাস করতে বাধ্য হচ্ছি যে, প্রাসঙ্গিক কোনও কারণ ছাড়াই আরএসএস-কে নিষিদ্ধ করা হয়েছে। কোনও গবেষণা, সমীক্ষা বা রিপোর্ট ছাড়াই সরকার সিদ্ধান্ত নেয়, 'সাম্প্রদায়িক কাঠামো এবং ধর্মনিরপেক্ষ চরিত্র' বজায় রাখতে আরএসএসের কার্যকলাপের সরকারি কর্মচারীদের যুক্ত হওয়া নিষিদ্ধ করা হয়।

ডিভিশন বেঞ্চ বলেছে, সরকারি কর্মচারীদের কোনও সংগঠনে যুক্ত হতে না দিলে, তার যথাযথ কারণ ব্যাখ্যা করা উচিত। ক্ষমতাসীনদের ব্যক্তিগত মতামত কারো ওপর চাপিয়ে দেওয়া যায় না। আদালতের রায়ের ১৫ দিনের মধ্যে, ৯ জুলাই ২০২৪ তারিখের বিজ্ঞপ্তি / ওএম সারা ভারত জুড়ে কেন্দ্রীয় সরকারের সমস্ত বিভাগ এবং উদ্যোগে প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়েছে আদালত। মামলাকারী গুপ্তা বলেন, "সংঘের কার্যক্রমে সরকারি কর্মচারীদের অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কেন্দ্রের সিদ্ধান্তে আমি খুশি। আমার মতো হাজার হাজার মানুষের আরএসএসে যোগ দেওয়া এখন সহজ হয়ে যাবে।"

Leave a comment