Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

’বৈবাহিক ধর্ষণ অপরাধ’ কিনা সেই সংক্রান্ত আবেদনের শুনানি তালিকাভুক্ত  করবে  সুপ্রিম কোর্ট

Bipasha Chakraborty

Published: 17 July, 2024, 08:40 PM
’বৈবাহিক ধর্ষণ অপরাধ’ কিনা সেই সংক্রান্ত আবেদনের শুনানি তালিকাভুক্ত  করবে  সুপ্রিম কোর্ট

 

নয়াদিল্লি ১৭ জুলাই : বৈবাহিক ধর্ষণকে অপরাধীকরণের বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা চলছে। ভারতীয় আইনে বিবাহিত পুরুষ যদি স্ত্রীর সঙ্গে বলপূর্বক কোনও ধরনের শারীরিক সম্পর্কে লিপ্ত হন, তাকে ধর্ষণের মতো অপরাধ হিসেবে গণ্য করা হয় না। যদিও এখন একে ধর্ষণ হিসাবে চিহ্নিত করা এবং এটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে উল্লেখ করার দাবি উঠেছে নানা মহলে।

এই সংক্রান্ত একাধিক মামলার বিরক্তিকর আইনি প্রশ্নের  আবেদনের শুনানির জন্য তালিকা করতে সম্মত হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। ১৮ জুলাই এই তালিকা  প্রস্তুত করা হবে  বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন। প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং ভারতের সুপ্রিম কোর্টের কাছে একটি অনুরোধ করেছেন যাতে বৈবাহিক ধর্ষণের বিষয়টি আগে বিচারাধীন থাকে।

 


 

Leave a comment