রাহুলের বিরুদ্ধে ইডি অভিযানের পরিকল্পনা, 'অপেক্ষায় আছি' লিখলেন কংগ্রেস নেতা
কেরলে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়াল ৩০০, জারি উদ্ধারকাজ
সুপ্রিম কোর্টে নতুন দুই বিচারপতি: মণিপুর থেকে প্রথম বিচারপতি পেল শীর্ষ আদালত
পুবের কলম,ওয়েবডেস্ক: বর্ষা শুরু হতে না হতেই বাড়ছে মশাবাহিত রোগ। বিশেষ করে এনসেফালাইটিস, চাঁদিপুরা, ডেঙ্গু। সূত্রে খবর, গুজরাত, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্রের মতো রাজ্যে শুধু এনসেফালাইটিসে আক্রান্ত হয়েছে ১৪৮ জন। অন্যদিকে চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫১ জনের মতো। যার মধ্যে বেশিরভাগই ১৫ বছরের কম বয়সী শিশু রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মস্তিষ্কের প্রদাহ এবং স্নায়বিক নানা জতিলতার কারণে এখনও পর্যন্ত ৫৯ জন শিশু মারা গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ৩১ জুলাই পর্যন্ত সারা দেশে ১৪৮ টি এনসেফালাইটিস কেস শনাক্ত করা হয়েছে। যার মধ্যে গুজরাতে ২৪ টি জেলা থেকে ১৪০ জন, মধ্যপ্রদেশের ৪ জন, রাজস্থানের ৩ জন, মহারাষ্ট্রের ১ জন এই রোগে আক্রান্ত।
প্রসঙ্গত, চাঁদিপুরা ভাইরাসের জন্য কোনও নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা এখনও নেই। তবে জরুরি ভিত্তিক চিকিৎসায় রক্ত প্রবাহের অভাব কাটানোর চেষ্টা করা হয়। নিউরন বা স্নায়ু কোষকে রক্ষা করার চেষ্টা করা হয়। ম্যানিটল এবং ফিউরোসেমাইডের মতো ওষুধগুলি, যা ডিকনজেস্ট্যান্ট, মস্তিষ্কের ফোলাভাব রোধ করতে এবং মাথার খুলির ভিতরে চাপ কমাতে ব্যবহৃত হয়।
ঘটনাপ্রসঙ্গে, গুজরাতের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল জনগণকে আতঙ্কিত না হওয়ার আর্জি জানান। এছাড়া প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন।
এদিন তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আর রোগের উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসার সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন।