Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

৩২ মাসে ৫০ জওয়ান শহিদ: জঙ্গি হামলা নিয়ে ডিজিকে দায়ী করলেন মেহেবুবা মুফতি

Kibria Ansary

Published: 16 July, 2024, 10:34 PM
৩২ মাসে ৫০ জওয়ান শহিদ: জঙ্গি হামলা নিয়ে ডিজিকে দায়ী করলেন মেহেবুবা মুফতি

শ্রীনগর, ১৬ জুলাই: জম্মু-কাশ্মীরের ডোডায় সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে নিহত হয়েছেন ৫ ভারতীয় সেনা জওয়ান। সেই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি। ভূস্বর্গে আইনশৃঙ্খলার অবনতির জন্য রাজ্য পুলিশের ডিজিকেই দায়ী করলেন টিডিপি প্রধান। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেহেবুবা মুফতি বলেন, "কোনও জবাবদিহিতা নেই। গত ৩২ মাসে প্রায় ৫০ জন জওয়ান প্রাণ হারিয়েছেন।"

রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "বর্তমান ডিজিপি রাজনৈতিকভাবে সবকিছু ঠিক করতে ব্যস্ত। তার কাজ হচ্ছে পিডিপিকে ভাঙা। জনগণকে হুমকি দেওয়া ও সাংবাদিকদের হয়রানি করা। ডিজিপিকে বরখাস্ত করা উচিত।" টিডিপি প্রধান মেহেবুবার কথায়, "পাসপোর্ট ভেরিফিকেশনকে অস্ত্র করা হয়েছে। রাজ্য প্রশাসন সবসময় মানুষের উপর ইউএপিএ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের এখানে ফিক্সার দরকার নেই, ডিজিপি দরকার। আমাদের আগে অন্যান্য রাজ্য থেকে ডিজিপি ছিলেন, তারা খুব ভাল কাজ করেছেন। এখন যেভাবে সাম্প্রদায়িকভাবে কাজ করা হচ্ছে। আগে কেউ এভাবে কাজ করেনি।"

উল্লেখ্য, সোমবার রাতে সন্ত্রাসবাদীদের উপস্থিতির নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডোডার দেসা এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযান শুরু হয়েছিল। তল্লাশি অভিযান চলাকালীন পিছু হঠবার জায়গা না পেয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় ভারতীয় সেনাও। দীর্ঘক্ষণ ধরে দু'পক্ষের গুলির লড়াই চলার পর এলাকা ছেড়ে পালাতে শুরু করে জঙ্গিরা। জঙ্গিদের ছোড়া গুলিতে আহত হন এক সেনা অফিসার-সহ ৫ জওয়ান। সোমবার রাতেই ৫ জনের মধ্যে ৪ জন জওয়ান শহিদ হন। মঙ্গলবার আরও এক জওয়ান শহিদ হয়েছেন বলে সেনা সূত্রে জানা গিয়েছে।

দেশ - এর থেকে আরোও খবর

50 jawans martyred in 32 months Mehbooba Mufti blames DG for militant attack

Leave a comment