Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

এনডিএ-র  নেতা নির্বাচিত মোদি, তৃতীয়বারের জন্য সরকার গড়ার প্রস্তুতি

News Desk

Published: 07 June, 2024, 01:37 PM
এনডিএ-র  নেতা নির্বাচিত মোদি, তৃতীয়বারের জন্য সরকার গড়ার প্রস্তুতি

 

পুবের কলম, ওয়েবডেস্ক:  লোকসভা নির্বাচনে জিতে নরেন্দ্র মোদি রেকর্ড টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে চলেছেন। তবে এই প্রথম তার দল বিজেপির সরকার গঠনের জন্য আঞ্চলিক দলগুলোর সমর্থনের প্রয়োজন হচ্ছে।

আগের দুই মেয়াদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিজেপি এবার লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনের মধ্যে এককভাবে মাত্র ২৪০টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য ২৭২ আসন প্রয়োজন।

আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি আসন জিতেছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ২৩২টি আসন জিতেছে, এর মধ্যে এককভাবে কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন।

বৈঠকে মোদির পাশে চন্দ্রবাবু নাইডু, নীতীশ কুমার। সংসদে বক্তব্য পেশ করতে গিয়ে মোদির প্রশংসায় ভাসালেন নীতীশ। নীতীশ বলেন, দেশের ঠিক এই রকম একজন নেতার প্রয়োজন। পরবর্তী সময় বিপুল ভোটে জয়লাভ করবেন মোদি। আপনি দেশের জন্য অনেক কিছু করেছেন। দেশের মানুষ সেগুলো বুঝবে।

দিল্লিতে সংসদের সেন্ট্রাল হলে বৈঠকে বসেছে এনডিএ জোট। সেখানেই উপস্থিত রয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা সহ বিজেপির শীর্ষ নেতারা। বিজেপির সমস্ত নবনির্বাচিত সাংসদরাও উপস্থিত রয়েছে। এছাড়াও বৈঠকে যোগ দিয়েছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার, টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু, জনসেনা দলের প্রধান পবন কল্যাণ, এলজেপির প্রধান চিরাগ পাসওয়ান প্রমুখ।

জেপি নাড্ডা বলেন, আজ ঐতিহাসিক এই মুহূর্তের অপেক্ষা ছিল সকলের। আমরা তৃতীয়বার এনডিএ-কে জয়ী করেছি। আপনাদের সকলকে এবং দেশের কোটি কোটি মানুষের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী স্বাগত জানাই। এনডিএ-র সমস্ত জোটসঙ্গীকে ধন্যবাদ ও অভিননন্দন। মোদিজী নিজের প্রতিটি মুহূর্ত দেশের জন্য সেবা করেছেন। ওড়িশাতেও আমরা সরকার গঠন করেছি। অন্ধ্র প্রদেশেও এনডিএ সরকার তৈরি হচ্ছে। অরুণাচল প্রদেশেও আমরা তৃতীয়বার সরকার গঠন করছি। সিকিমেও এনডিএ-র সরকার গঠন করেছি। দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। দেশের সীমানা সুরক্ষিত হয়েছে। গ্রামে গ্রামে বিকাশ হয়েছে। মহিলা থেকে যুবদের ক্ষমতায়ন হয়েছে। এই সমস্ত কিছু 'প্রধানমন্ত্রী মোদির সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াসের মন্ত্রে। রাজনাথ সিং বিজেপির সংসদীয় দলের, এনডিএ-র এবং লোকসভার নেতা হিসাবে প্রস্তাব করেন। তিনি বলেন, “আমি মনে করি এই সবকটি পদের জন্য সবথেকে যোগ্য মোদিজী। অমিত শাহ বলেপ্রধানমন্ত্রী মোদিজীর নাম প্রস্তাবের সমর্থন জানাচ্ছি। এই প্রস্তাব শুধু আমাদের মনের ইচ্ছা নয়। এটা দেশের ১৪০ কোটি জনগণের মনের ইচ্ছা।

 

Leave a comment