Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

জলসঙ্কটে দিল্লির জল বন্ধ, অনির্দিষ্টকালের জন্য অনশনে বসলেন আপ মন্ত্রী অতিশী

Kibria Ansary

Published: 23 June, 2024, 09:40 PM
জলসঙ্কটে দিল্লির জল বন্ধ, অনির্দিষ্টকালের জন্য অনশনে বসলেন আপ মন্ত্রী অতিশী

নয়াদিল্লি, ২৩ জুন: জল কষ্টে ভুগছে দেশের রাজধানী। রবিবার দিল্লির জলমন্ত্রী অতিশী অভিযোগ করলেন, 'হরিয়ানা সরকার দিল্লির জন্য জল ছাড়ার জন্য ব্যবহৃত হঠনিকুন্ড ব্যারেজের সমস্ত গেট বন্ধ করে দিয়েছে। এর জন্য তিনি অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যাবেন।' রবিবার থেকেই তীব্র জলসঙ্কট ও প্রচণ্ড গরমে জর্জরিত দিল্লির জলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করলেন আপ সরকারের মন্ত্রী অতিশী।

এদিন তিনি এক্স-এ এক ভিডিও বার্তায় বলেন, "দিল্লির জলের ভাগ পাওয়ার জন্য আমি অনশনে বসেছি। হরিয়ানা সরকার ১০০ এমজিডি জল কম ছাড়ছে। যা দিল্লির প্রায় ২৮ লক্ষ মানুষকে জল থেকে বঞ্চিত করছে। কিছু সাংবাদিক বলেছেন যে হঠনিকুন্ড ব্যারেজ জলে পূর্ণ কিন্তু হরিয়ানা সরকার সেই জল জাতীয় রাজধানীতে পৌঁছানো আটকাতে সমস্ত গেট বন্ধ করে দিয়েছে।"

এদিকে হরিয়ানা সরকারকে দিল্লির জন্য জল ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন অতিশী। পানীয় জল জন্য উত্তরপ্রদেশ ও হরিয়ানার উপর নির্ভরশীল দিল্লির। যতদিন জলের ন্যায্য হিস্যা পাচ্ছে ততদিন আমার অনশন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আপের দাবি, দিল্লিতে প্রতিদিন যে ১০০৫ এমজিডি জল সরবরাহ করা হয়, তার মধ্যে ৬১৩ এমজিডি হরিয়ানা থেকে পাওয়া উচিত। কিন্তু হরিয়ানা থেকে ৫১৩ এমজিডি জল পাচ্ছে দিল্লি।

Leave a comment