পুবের কলম ওয়েব ডেস্ক:
‘রানাঘাট সৈনিক’- এর ৩২ বছর পূর্তি উপলক্ষে সারা বাংলা শ্রুতিনাট্য উৎসবের আয়োজন হয় ১৪ ডিসেম্বর রানাঘাটের বিসি রায় অডিটোরিয়ামে। সাতটি জেলার দশটি শ্রুতিনাট্য দল এই উৎসবে অংশ নেন। উদ্বোধন করেন প্রখ্যাত বাচকশিল্পী কাজল সুর। প্রতিষ্ঠানের সম্পাদক রতন দেবনাথ বলেন মেদিনীপুর, দুর্গাপুর, হাওড়া হুগলি, চব্বিশ পরগনা, কলকাতা ও নদিয়া সহ সাতটি জেলার দশটি শ্রুতিনাট্য দল এই নাট্য উৎসবে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ সুনীল খাঁ, ডঃ রমাপ্রসাদ রায়, প্রধান শিক্ষক সুবীর ভৌমিক, নাট্য পরিচালক সুভাষ চক্রবর্তী, , প্রধান শিক্ষিকা ও সংস্থার সহ-সভাপতি বিজয়া রায়,বিনীতা সেন, প্রদীপ পাল, প্রতিষ্ঠাতা সদস্য রবীন্দ্রনাথ ঘোষ মনোজ আগরওয়ালা প্রমুখ। সভাপতি শফিকুল ইসলাম জানান, ১৯৯১ সালে সৈনিক এর আত্মপ্রকাশ কালে সৈনিক -সংবর্ধিত তিনজন ছাত্র বর্তমানে ব্যতিক্রমী ব্যক্তিত্ব অ্যাডভোকেট সনৎ ঘোষ, প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ চাকি, মহকুমা বিপর্যয় মোকাবেলা আধিকারিক সঞ্জয় মৌলিক এবং স্বর্ণপদক প্রাপ্ত শিল্পী সঞ্জু কুন্ডুকে ‘সৈনিক -সম্মাননা’ প্রদান করা হয়। কানায় কানায় পূর্ণ ছিল প্রয়াত সহসৈনিক ‘রঞ্জিতা দেবনাথ পন্ডিত স্মৃতি মঞ্চ’- নামাঙ্কিত অনুষ্ঠান প্রেক্ষাগৃহ। রতন দেবনাথ রচিত ও নির্দেশিত নাটক ‘ কুকমু ‘ দর্শক-শ্রোতার মন-প্রাণ ছুঁয়ে যায়। তাছাড়া সংগীতশিল্পী অঙ্গনা দেবযানী হোর, কন্ঠ অভিনয়ে প্রতিমা দেবনাথ, প্রিয়াঙ্কা ভৌমিক, মুনমুন দাস, সাগর দেবনাথ, তন্ময় বিশ্বাস, প্রণব দত্ত, রমা সরকার ও নাট্ককার ও নির্দেশক রতন দেবনাথ এর অভিনয় দর্শক-শ্রোতাদের স্মরণে থাকবে। নাট্য দলগুলির মধ্যে সাধনা রায়,বিপ্লব গঙ্গোপাধ্যায়, অলকা মুখোপাধ্যায়, শংকর রায়, মিন্টু চক্রবর্তী প্রমূখ অসাধারণ কন্ঠ অভিনয়ে দর্শকশ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখেন।