পুবের কলম প্রতিবেদকঃ বিধায়ক হিসাবে নিজের কাজের নজির রেখেছেন মেটিয়াবুরুজের বিধায়ক আবদুল খালেক মোল্লা। লকডাউন থেকে শুরু করে দুয়ারে সরকার। সব সময় মানুষের পাশে থেকে কাজ করেছেন। এলাকার উন্নয়নে সর্বদা তৎপর হয়ে কাজ করেছেন। মঙ্গলবার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে দেওয়া আকড়া শক্তিগড় রবীন্দ্র বিদ্যাপীঠ স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিন বিধায়ক তহবিল থেকে দেওয়া অর্থে নির্মিত ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন– গত কয়েক বছরে মেটিয়াবুরুজ বিধানসভা এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। বিদ্যালয়– মাদ্রাসার অতিরিক্ত ঘর নির্মাণ থেকে শুরু করে– পানীয়জল– রাস্তাঘাট– বিদ্যুৎ সব কিছুতেই উন্নয়নের জোয়ার এসেছে। তিনি বলেন– মেটিয়াবুরুজের উন্নয়নে মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ আন্তরিক। গত কয়েক বছরে যে উন্নযনû হয়েছে তা রেকর্ড সৃষ্টি করেছে।
বিধায়ক আবদুল খালেক মোল্লা ভবানীপুর উপনির্বাচন প্রসঙ্গে বলেন– তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে কয়েক লক্ষ ভোটে জিতবেন। বিজেপি প্রার্থী যতই ছুটুক না কেন তার জামানত জধ হবে। তিনি বলেন– গত বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস রেকর্ড সৃষ্টি করে জয়ী হয়েছে। ভবানীপুরে এবার দিদি নয়া রেকর্ড সৃষ্টি করে জয়ী হবেন।