পুবের কলম প্রতিবেদক: ঠিক রয়েছে আগামি ৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । সেই উৎসব চলবে ১২ ডিসেম্বর অবধি। উৎসব শুরুর আগেই বড় বদল ঘটছে চলেছে চলচ্চিত্র উৎসবের অভ্যর্থনা কমিটিতে। শোনা যাচ্ছে সেই পরিবর্তন ঘটিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বদলে ফেলা হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যানকে।
এদিন সেখানে ছিলেন বাংলা চলচ্চিত্র পরিচালক তথা উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী । কিন্তু এবারে সেখানেই বদল ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী। চেয়ারম্যান পদে আনা হয়েছে বাংলার চলচ্চিত্রের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রাজের ওপর অসন্তুষ্ট খোদ মুখ্যমন্ত্রী। রাজ এবার দুর্গাপুজোর কার্নিভালে আসেননি। সেই সঙ্গে গত কয়েকদিন ধরে রাজকে ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। তাছাড়া কয়েকটি অভিযোগ রাজের বিরুদ্ধে জমা পড়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে।
আলিপুরে বিজয়া সম্মিলনীর দিনে প্রসেনজিতের সঙ্গে আলাদাভাবে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এরপরেই এদিন বড়সড় বদল ঘটে গেল। যদিও সরকারি ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। এই রদবদল নিয়ে মুখ খোলেননি রাজ চক্রবর্তী বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে প্রসেনজিতের পদপ্রাপ্তিতে অনেকেই খুশি হয়েছেন। কেননা সর্বভারতীয় স্তরে প্রসেনজিতের পরিচিতি বেশি। সিনিয়র অনেক অভিনেতা, অভিনেত্রী ও পরিচালকদের সঙ্গেও মধুর সম্পর্ক রয়েছে তাঁর।