কলকাতাSaturday, 11 November 2023
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

রশ্মিকার ‘ডিপফেক’ ভিডিয়োর তদন্তে পুলিশ

Puber Kalom
November 11, 2023 6:43 pm
Link Copied!

পুবের কলম ওয়েব ডেস্কঃ অভিনেত্রী রশ্মিকা মান্দানার এআই দিয়ে তৈরি ডিপফেক ভিডিয়ো যে অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়েছিল, সেটির ইউআরএল চেয়ে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ‘মেটা’কে চিঠি দিল দিল্লি পুলিশ। ওই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। পুলিশের এক আধিকারিক জানান, যারা ওই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছিল, তাদের সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে। দক্ষিণ ও বলিউডের দাপুটে জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকার একটি আপত্তিজনক ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে ব্যায়ামের অল্পবাস পরিহিত অবস্থায় লিফট থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে।

রশ্মিকা জানিয়েছেন, এটা তিনি নন। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের মাধ্যমে কারসাজি করে অন্যের শরীরে রশ্মিকার মাথাটি বসিয়ে দেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তির ভাষায় একে বলে ‘ডিপফেক’। এই আপত্তিজনক ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরই সরব হয়েছেন রশ্মিকার সহকর্মীরাও। অমিতাভ বচ্চন থেকে শুরু করে বহু অভিনেতা-অভিনেত্রী এ ধরনের ভুয়ো ভিডিয়ো ছড়ানোর ব্যাপারে আপত্তি তুলেছেন। তবে নেটিজেনদের একাংশ বলছেন, রশ্মিকারা তো অনেক সময় প্রায় অর্ধ উলঙ্গ হয়ে সিনেমায় অভিনয় করেন। সেই ভিডিয়ো ভাইরাল হলে তো এত বিতর্ক হয় না। কই তখন তো কেউ বলে না এটা অশ্লীল। আসলে এখানে ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরব হয়েছেন রশ্মিকা। এভাবে প্রযুক্তির ব্যবহার করে আরও কোনও ভয়ঙ্কর ভিডিয়ো যদি ছড়ানো হয় তাহলে তা মোটেও সুখকর হবে না। তাই এই ডিপফেক নিয়ে সোচ্চার হচ্ছেন অভিনেত্রী।অনেকের মতে, এই ঘটনা যদি অন্য কোনও অগুরুত্বপূর্ণ কারোর সঙ্গে হত তবে বোধহয় এত হইচই হত না। পুলিশও এত নড়েচড়ে বসত না।