পুবের কলম ওয়েবডেস্কঃ ৩৯ হাজার বর্গফুটের গুদাম দেওয়া হয়েছিল লিজে। অগ্নিকান্ডের ৮ ঘন্টা পরেও আগুন এখনও নেভেনি গার্ডেনরিচের গুদামে।দমকলকর্মীদের আশঙ্কা সারা রাত লাগতে পারে আগুন নেভাতে।মোট ১২টি গুদাম ভস্মীভূত হয়েছে বলে দমকল সূত্রের খবর। নানা রকম দাহ্য পদার্থে ঠাসা থাকার ফলে দ্রুত ছড়াচ্ছে আগুন।
এখনো রেশ কাটেনি নিমতলায় অগ্নিকান্ডের, তার আগেই ফের বিধ্বংসী আগুন লাগে গার্ডেনরিচের একটি গুদামে।
শনিবার সকাল নাগাদ ধোঁয়া চোখে পড়া মাত্র খবর দেওয়া হয় দমকলে।দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পোঁছায় দমকলের ২০টি ইঞ্জিন।বন্ধ করে দেওয়া তারাতলা রোড। প্রথমে ১০টি ইঞ্জিন পৌছালেও পরে আরও ১০টি ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে।
দাহ্য পদার্থ থাকায় অতি দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। প্লাস্টিক থেকে শুরু টায়ার সবই ছিল ওই গুদামে।শুক্রবারেই নিমতলা ঘাট স্ট্রীটের একটি বহুতলের দোতলায় আচমকা আগুন লেগে যায়।