পুবের কলম ওয়েবডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ইডির তলব, বিধানসভায় সুব্রত-ফিরহাদ-মদনকে শমনের পর এবার রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই।
জানা যাচ্ছে ভুয়ো অর্থলগ্নি সংস্থার মামলায় আগামী ১৩ সেপ্টেম্বর তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। উল্লেখ্য গত ৬ মাস আগেও তাঁকে এই ভুয়ো অর্থলগ্নী সংস্থার মামলায় তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
উল্লেখ্য এই ভুয়ো অর্থলগ্নী সংস্থার কর্তা অনুকূল মাইতি কে জেরা করে যে তথ্য সামনে আসে তার ভিত্তিতেই রাজ্যের শিল্পমন্ত্রীকে প্রথমবার জেরা করা হয়। যদিও পরে ওড়িশার জেলেই অনুকূল মাইতির মৃত্যু হয়। তাতে কিছুটা গুটিয়ে যায় তদন্তের গতি ।
সেই মামলাতে ফের গতি আনতে সক্রিয় হয়েছে সিবিআই। যদিও রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে উপ নির্বাচনের দিন ঘোষণার পর যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি সক্রিয়তা দেখাতে শুরু করেছে তার পেছেনে যে অন্য রসায়ন রয়েছে তা বলার অপেক্ষা রাখেনা।