পুবের কলম, ওয়েবডেস্ক: ইন্টারনেট ব্যবহারে চিনের পরই ভারতের স্থান। গত এক দশকে ইন্টারনেট এবং ডিজিট্যাল ডিভাইস জীবনকে বদলে দিয়েছে। মানুষ যত ডিজিট্যাল হচ্ছে ততই বাড়ছে সাইবার ঝুকি। এখন স্মার্টফোন হ্যাক করা খুবই সহজ হয়েছে হ্যাকারদের। এবার হ্যাকের নতুন পথ হিসেবে ‘গুগল ক্রোম’ ব্রাউজার কে হাতিয়ার করছে হ্যাকাররা। আপনি যদি গুগল ক্রোম ব্যবহার করেন, তাহলে এখনই সতর্ক হতে হবে। সম্প্রতি, ভারত সরকারের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য একটি সতর্কতা জারি করেছে। গুগল ক্রোমের নির্দিষ্ট কিছু ভার্সনে একাধিক সমস্যা দেখা দিচ্ছে, যার ফলে ইউজারদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
সংস্থাটি গুগল ক্রোম ব্যবহারকারীদের সতর্ক করে জানিয়েছে, সাবধান থাকতে হবে। নাহলে সংকটে পড়তে পারে ব্যবহারকারীদের সেনসিটিভ তথ্য। বিভিন্ন ফিশিং অ্যাটাক, ডেটা ব্রিচ, ম্যালওয়্যার ইনফেকশন এই ধরনের যাবতীয় সমস্যা লক্ষ্য করা যেতে পারে। কোনও রকম অজানা নম্বর থেকে মেসেজ এলে এড়িয়ে যেতে হবে। এতে ব্যবহারকারীদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য চুরি হতে পারে। লিনাক্স (Linux) এবং ম্যাক (Mac) ব্যবহারকারীরা যদি গুগল ক্রোমের 115.0.5790.170 – এর আগের ভার্সন ব্যবহার করেন, তাহলে সমস্যায় পড়তে হতে পারে। উইন্ডোজের ক্ষেত্রে গুগল ক্রোমের 115.0.5790.170/.171 – এর আগের ভার্সান ব্যবহার করলে সমস্যায় পড়তে পারেন। বিপদ এড়াতে হলে গুগল ক্রোমের সঠিক ভার্সান ব্যবহার করতে হবে।
বিপদ এড়াতে CERT-In ব্যবহারকারীদের জানিয়েছেঃ
১) দ্রুত ‘Google Chrome’-এর সর্বশেষ ভার্সন আপডেট করা।
২) প্রথমে গুগল ক্রোম ব্রাউজার খুলুন।
২) তারপর উইন্ডোর উপরের ডান কোণায় যান এবং তিনটি বিন্দুতে ক্লিক করুন।
৩) তারপর ‘হেল্প’-এ যান এবং ‘গুগল ক্রোম’ অপশনটিতে ক্লিক করুন।
৪) যদি আপডেট থাকে তাহলে Chrome ডাউনলোড এবং ইনস্টল করুন।
৫) আপডেট হয়ে গেলে, আবার Chrome খুলুন।
৬) যদি আপডেট অপশন না পান, তাহলে সেক্ষেত্রে চিন্তার কোনও কারণ নেই। হতে পারে আপনার Google Chrome টি বর্তমানে লেটেস্ট ভার্সনে রয়েছে।