পুবের কলম ওয়েবডেস্কঃ সন্তানের কাছে তার মা হলেন প্রথম গুরু।মাতৃ জঠর থেকে পৃথিবীর আলো দেখার পর প্রথম শিক্ষক হলেন মা, জীবনের প্রাথমিক পাঠ মা- বাবার কাছে নেওয়ার পর এবার সমাজ জীবনে এগিয়ে চলা প্রকৃত শিক্ষকের সান্নিধ্যে।
৫ সেপ্টেম্বর গোটা ভারতবর্ষ জুড়ে পালিত শিক্ষক দিবস। স্বাধীণ ভারতের দ্বিতীয় রাষ্টপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন। এই দিনটিকেই পালন করা হয় শিক্ষক দিবস হিসেবে।
একজন বিশিষ্ঠ দার্শনিক দক্ষ রাজনীতিবিদ সর্বোপরি নিষ্ঠাবান শিক্ষক হিসেবেই তাঁর পরিচয়। ছাত্রছাত্রীদের থেকে অনুরোধ পান তাঁর জন্মদিন উদযাপন করার, সেইদিনই তিনি প্রথম তাঁর পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন তাঁর জন্মদিন শুধু নয়, আজ থেকে এইদিন যেন শিক্ষক দিবস পালন করা হয়।
আজ সারা দেশ জুড়ে ছাত্রছাত্রীরা তাঁদের প্রিয় শিক্ষকদের শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছেন। যদিও করোনা মহামারীর জন্য বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তবু ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্ম দিবস আজও সমভাবে প্রাসঙ্গিক।