কলকাতাSaturday, 4 September 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

‘আমার মন-প্রাণ তৃণমূলেই ছিল’, দলে যোগ দিয়েই মন্তব্য কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের

mtik
September 4, 2021 8:16 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক:­ এ এক অদ্ভূত পর্যায়ক্রম। বিধানসভা নির্বাচনের আগে ঠিক যেভাবে ঝাঁকে ঝাঁকে নেতারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছিলেন– এবার সেভাবেই নির্বাচনী ফল ঘোষণার চার মাস কাটতে না কাটতেই একের পর এক বিজেপি বিধায়ক গেরুয়া শিবির ছেড়ে ফের হাতে তুলে নিচ্ছেন জোড়াফুলের পতাকা। একই সপ্তাহে পরপর তিনজন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিলেন। বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ– বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের পর এবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় শনিবার তৃণমূলে যোগ দিলেন। দলীয় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও উত্তর দিনাজপুরের তৃণমূল নেতা কানাইয়ালাল আগরওয়াল এবং মৃদুল গোস্বামীর উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি।
এদিন তৃণমূলে যোগদান করে কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় বলেন– ‘আমি ছাত্রজীবন থেকেই তৃণমূলে আছি। আমার পুরো পরিবার তৃণমূল করে। ঘটনাচক্রে আমি বিজেপির টিকিট নিয়ে নির্বাচনে দাঁড়াই। জয়লাভ করি। তবে– আমার মন-প্রাণ তৃণমূল কংগ্রেসেই পড়ে ছিল।’ শুধু তাই নয়– এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৌমেন রায় দাবি করেন–’আপনারা সাংবাদিক। সবই জানেন। একটু পেছনে তাকিয়ে দেখুন– দেখবেন আমি বিজেপি কখনও করিনি।’