পুবের কলম প্রতিবেদক: এ এক অদ্ভূত পর্যায়ক্রম। বিধানসভা নির্বাচনের আগে ঠিক যেভাবে ঝাঁকে ঝাঁকে নেতারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছিলেন– এবার সেভাবেই নির্বাচনী ফল ঘোষণার চার মাস কাটতে না কাটতেই একের পর এক বিজেপি বিধায়ক গেরুয়া শিবির ছেড়ে ফের হাতে তুলে নিচ্ছেন জোড়াফুলের পতাকা। একই সপ্তাহে পরপর তিনজন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিলেন। বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ– বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের পর এবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় শনিবার তৃণমূলে যোগ দিলেন। দলীয় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও উত্তর দিনাজপুরের তৃণমূল নেতা কানাইয়ালাল আগরওয়াল এবং মৃদুল গোস্বামীর উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি।
এদিন তৃণমূলে যোগদান করে কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় বলেন– ‘আমি ছাত্রজীবন থেকেই তৃণমূলে আছি। আমার পুরো পরিবার তৃণমূল করে। ঘটনাচক্রে আমি বিজেপির টিকিট নিয়ে নির্বাচনে দাঁড়াই। জয়লাভ করি। তবে– আমার মন-প্রাণ তৃণমূল কংগ্রেসেই পড়ে ছিল।’ শুধু তাই নয়– এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৌমেন রায় দাবি করেন–’আপনারা সাংবাদিক। সবই জানেন। একটু পেছনে তাকিয়ে দেখুন– দেখবেন আমি বিজেপি কখনও করিনি।’
ব্রেকিং
- ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নয়া রণকৌশল
- কর্ণাটকের ৩ বিধানসভা আসনেই জয়ী কংগ্রেস
- কাশ্মীরি পণ্ডিতদের দোকানে বুলডোজার!
- ৪৮টি বিধানসভা ও ২টি লোকসভা কেন্দ্রে ভোটের ফলাফল: দেখে নিন একনজরে
- ৬৫ শতাংশ মুসলিম আসন কুন্দরকিতে যোগীরাজ্যে বিরাট জয় বিজেপির
- মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন: গেরুয়া টাইফুনে ‘ষড়যন্ত্র’ দেখছেন ‘INDIA BLOCK’
- ‘রেউড়ির’ জের! মহারাষ্ট্রে গেরুয়া ‘টাইফুন’, বিপর্যস্ত ‘ইন্ডিয়া’ জোট
- ‘গেরুয়ার মাদারিহাটে সবুজের ঝড়’ জয়ী জয়প্রকাশ টোপ্পো
- প্রথমেই ‘প্রথম’ ! ওয়েনাডে প্রিয়াঙ্কার ‘হাত’-এই ভরসা রাখল জনগণ
- উপনির্বাচনে ছক্কা হাঁকাল TMC, সবুজ আবির মেখে জয়োল্লাস কর্মী সমর্থকদের
- হেমন্তের বাজিমাত, ঝাড়খণ্ডে সরকার গড়ার পথে জেএমএম জোট
- বিশাল স্বর্ণখনির সন্ধান চিনে