পুবের কলম, ওয়েবডেস্ক: : ‘আমি ধর্মেন্দ্র’র থেকে আলাদা থাকি, কিন্তু আমি আমার মতো করে ভালো আছি, খারাপ লাগে না। আমি আমার দুই সন্তানকে নিয়ে সুখে আছি, আমি তাদের সুন্দরভাবে বড় করে তুলেছি’। এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের চ্যানেলে ইন্টারভিউতে এইভাবেই খোলামেলা জবাব দিলেন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী।
সাক্ষাৎকারে বলিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী নিজের ক্যারিয়ার, পরিবার নিয়ে কথা বলেন। সেখানে হেমা জানান, তিনি ধর্মেন্দ্রর সঙ্গে থাকেন না, কিন্ত তাই বলে তিনি অখুশি আছেন এমনটা নয়।
সাক্ষাৎকারি হেমাকে প্রশ্ন করেন, আপনাকে ‘নারীবাদের প্রতীক’ বলা হয়। কারণ বিয়ের পরেও আপনি আপনার নিজের বাড়িতেই থাকেন। হেমার জবাব ‘নারীবাদের প্রতীক’! কেউ ইচ্ছে করে এমনটা চায় না। খুব স্বাভাবিকভাবে কিছু জিনিস মানুষের জীবনে ঘটে থাকে, মেনে নিতে হয়’। অন্যথায় কেউ এভাবে বেঁচে থাকতে চায় না।
হেমা বলেন, প্রতিটি নারীই তার সন্তান, স্বামীর সঙ্গেই জীবন কাটাতে চায়। কিন্তু সব কিছু আমাদের হাতে থাকে না।
হেমা জানান, তবে ধর্মেন্দ্র সব সময় আমার মনে আছেন। তিনি চাইতেন সন্তানদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক। আমি বলতাম, যখন হওয়ার আছে হয়ে যাবে। যখন সময় আসবে, সঠিক মানুষ তাদের জীবনে আসবে। আমার সন্তানদের উপরে ‘গুরু মা’-এর আশীর্বাদ রয়েছে।
প্রসঙ্গত, ১৯৮০ সালে বলিউডে সফলতার মধ্যগগনে ছিল হেমা মালিনীর ক্যারিয়ার। সেই সময় হেমাকে বিয়ে করেন ধর্মেন্দ্র। তাদের দুই সন্তানের নাম এষা ও আহানা। ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রীয়ের নাম প্রকাশ কউর। ১৯৫৪ সালে মাত্র ১৯ বছর বয়সে প্রকাশকে বিয়ে করেন ধর্মেন্দ্র। তাদের সন্তানরা হলেন সানি, ববি, বিজেতা ও অজিতা।