পুবের কলম, ওয়েবডেস্কঃ সাধারণত শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখী বন্ধন উৎসব হয়। মূলত বোন, দিদিরা তাঁদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখী পরিয়ে থাকেন। সৌহার্দ্য-সম্প্রীতি রক্ষায় রাখী উৎসব পালিত হয়ে আসছে যুগ যুগ ধরে। এই বছর রাখী পূর্ণিমা পড়েছে ২২ অগাস্ট, রবিবার। কলকাতার ধর্মতলা চত্বরে ছবিগুলি তুলেছেন পুবের কলমের চিত্র সাংবাদিক খালিদুর রহিম।
ছবি_খালিদুর রহিম
ধর্মতলার চত্বরে রাখী কিনতে দোকানে ভিড়
জমিয়েছে ছোটরাও।
ছবি_খালিদুর রহিম
পছন্দমতো রাখী বাছতে ব্যস্ত তরুণী…
ছবি খালিদুর রহিম