পুবের কলম ওয়েবডেস্কঃ লোকাল ট্রেন বন্ধ থাকলেও সরকার এবং বেসরকারি বাসকে রাস্তায় নামার ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। তবে রাস্তায় নামলেও বেসরকারি বাসগুলি মাত্রাছাড়া ভাড়া নিচ্ছে এমনটাই অভিযোগ যাত্রীদের। এমতাবস্থায় সরকারের তরফে দেওয়া হল কড়া হুঁশিয়ারি। অতিরিক্ত ভাড়া নেওয়া হলে বাতিল করে দেওয়া হবে সেই বাসের পারমিট।যদিও ভাড়া বাড়ানোর সিন্ধান্তে এখনও অনড় বাস মালিকরা।
উল্লেখ্য খুব সম্প্রতি রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন অতিরিক্ত ভাড়া নেওয়া হলে যাত্রীরা যদি সেই টিকিট ডেখীয়ে থানায় অভিযোগ করেন এবং তার সত্যতা যদি প্রমানিত হয় তাহলে বাতিল করা হবে সেই বাসের পারমিট।
পরিবহণ মন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের যুগ্ম সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন ভাড়া কেউ বেশি নিতে চায়না, সরকার বর্ধিত ভাড়ায় কেন সীলমোহর দিতে চাইছেননা। তপনবাবুর আরও বলেন যেভাবে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং তার পাশাপাশি যন্ত্রাংশের দাম বেড়েছে তার ফলে বাস চালানো সম্ভব নয়।
তবে অল বেঙ্গল বাস- মিনিবাস সমন্বয় সমিতির যুগ্ম সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন নিজেদের মত করে বেশি ভাড়া নেওয়াটা অবশ্যই বেআইনি। বাস চালক, কন্ডাকটরটা যা করছেন সেটা ভিক্ষার অনুদান নেওয়া হচ্ছে । তার আরও বক্তব্য বাস থেকে আয়ের ক্ষেত্রে নিয়ন্ত্রণ জারি করছে সরকার, অথচ পেট্রল -ডিজেলের সীমাহীন মূল্যবৃদ্ধি নিয়ে কোন মাথাব্যাথা নেই।