পুবের কলম ওয়েব ডেস্কঃ ঐশ্বরিয়া রাই বচ্চনকে ভারতীয় নারীদের আইকন বলা যায়। বিশ্ব দরবারে তিনি ভারতের মুখ। স্বাভাবিকভাবেই ভারতীয় মেয়েরা প্রাক্তন বিশ্ব সুন্দরীর মত করে সাজপোশাক করতে বা সাজতে ভালবাসেন। কিন্তু সম্প্রতি একজন এমন মেয়ের দেখা পাওয়া গেছে যাকে হুবহু ঐশ্বরিয়া রাইয়ের মতো দেখতে।
সামাজিক মাধ্যমে প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো হুবোহু আরেকটি চেহারা পাওয়া গেছে। সংবাদ মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী, আশিতা সিং নামে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চনের মুখের অনেকটা সাদৃশ্য থাকায় সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি এখন বেশ চর্চিত রয়েছেন।
তাঁর ইন্সটাগ্রাম কমেন্টবক্সে নেটিজেনরা বলছেন যে মেয়েটিকে হুবহু ঐশ্বর্য রাইয়ের মত দেখতে। কেউ কেউ মেয়েটিকে মুম্বাইয়ে গিয়ে অভিনেত্রী হওয়ার সাজেশন দিচ্ছেন। কেউ কেউ এমনকি জিজ্ঞেস করছেন মেয়েটির বিয়ে হয়েছে কিনা। এভাবেই আশিতা জনপ্রিয় হয়ে উঠছেন।
তবে এই ঘটনা প্রথম নয় যে সামাজিক মাধ্যম অন্য কাউকে কাউকে ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে তুলনা করেছেন।এর আগেও বেশ কয়েকজনের সঙ্গে তাঁর মুখের মিল হওয়ায় খবরের শিরোনামে উঠেছিলেন তাঁরা।
উল্লেখ্য,ইনস্টা রিলের দৌলতে তিনিই এখন নয়া সেনসেশন। ঐশ্বরিয়ার একাধিক ছবির সংলাপে লিপ সিঙ্ক করে তৈরি করেছেন একাধিক রিল। তারমধ্যে একটি রিল দেখেছেন প্রায় ২৫ মিলিয়ন নেটিজেন। তারকার মতো দেখতে এই হুবোহুকে দেখেই তাজ্জব নেটাগরিকরা। প্রাক্তন বিশ্বসুন্দরীর থেকে কোনও অংশে কম যান না তিনি আশিতাও।
View this post on Instagram