এস জে আব্বাস: কলকাতার আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজে রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তরের উদ্যোগে মঙ্গলবার একটি জব ফেয়ার অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী হুমায়ুন কবীর, শশী পাঁজা, অখিল গিরি, বিরবাহা হাঁসদা ও রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিক গণ। জানা গেছে, মেলা চলবে দু জায়গায় দু দিন ধরে। একটি যাদবপুরের এ পি সি রায় পলিটেকনিক কলেজে, অন্যটি টালিগঞ্জের গভ. আই টি আই কলেজে । কর্মসংস্থান হবে প্রায় চার হাজারের বেশি পলিটেকনিক ও আই টি আই পড়ুয়ার। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বর্তমানের দাবি অনুযায়ী, প্রথাগত শিক্ষার থেকে কারিগরি শিক্ষায় বেশি গুরুত্ব দিতে হবে। আগত পড়ুয়া ও চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন , রাজ্যের আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের হাতেই নির্মিত হবে। আগামী দিনে রাজ্যে আরো ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে রাজ্যের মুখ্যমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। মন্ত্রী হুমায়ুন কবীর বলেন, বাঙালি ছেলে মেয়েদের স্বনির্ভর হওয়ার জন্য আরও তাগিত দেখানোর প্রয়োজন।
ঘরের ভাত খেয়ে চাকরি করব এমন মানসিকতা ছাড়তে হবে। ভাবতে হবে ভারতের রুটি খেয়ে ভারতের যেকোনো প্রান্তে চাকরি করব। আগামী দিনে আরো অনেক পলিটেকনিক কলেজ খোলা হবে। পাশপাশি কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করা হবে। উৎকর্ষ বাংলা দেশ ছাড়িয়ে বিশ্ব ব্যাপী সুনাম অর্জন করেছে। এছাড়াও মন্ত্রী শশী পাঁজা , অখিল গিরি পড়ুয়া ও চাকরি প্রার্থীদের ব্যাপক ভাবে উৎসাহিত করেন। প্রথম দিনে বহু পড়ুয়া জব পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানান।