পুবের কলম ওয়েবডেস্কঃ পবিত্র রমযান মাসে এক অনন্য সম্প্রীতির সাক্ষি থাকল কলকাতা মেডিকেল কলেজ। মা- বাবার কোল আলো করে এলো ” রমযান “, সঙ্গে নিয়ে এল
ছেলে হিন্দু, মেয়ে মুসলিম স্বভাবতই চার হাত এক করতে দেয়নি দুই পরিবার। বাড়ি ছাড়েন রাকেশ। মনের মানুষ নাসিরবানু কে নিয়ে ঘর বাঁধেন। সেও প্রায় ২ বছর হল।
রাকেশ পেশায় ড্রাইভার, নাসিরবানু একটি বেসরকারি হাসপাতালের নার্স। রবিবার যেদিন রমযান মাসের প্রথম রোযা, সেদিনই প্রসববেদনা ওঠে নাসিরবানুর। মেডিকেল কলেজের আ্যনেক্স লেডি ডাফরিন হাসপাতালে স্ত্রী নাসিরবানু কে নিয়ে যান রাকেশ। চিকিৎসক রাজেশ দাশের তত্বাবধানে জন্ম নেয় একটি ফুটফুটে পুত্র সন্তান। চিকিৎসকের কথা মেনে নবজাতকের ডাক নাম রেখেছেন রমযান, ভালো নাম সৌহার্দ্য। গর্বিত বাবা বলছেন দুধর্মের সবটুকু ভালো নিয়ে বড় হোক রমযান,নিয়ে আসুক সৌহার্দ্য। ( ছবি প্রতীকী)