পুবের কলম ওয়েবডেস্কঃ “ দাদা আমি সাতেপাঁচে থাকিনা”। সাতেপাঁচে না থাকা টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ এবার রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন।
বাম দিয়ে শুরু সেখান থেকে জোড়াফুল তারপর পদ্ম। কিন্তু কোন জায়গাতেই ঠিক মত খাপ খাওয়াতে পারেননি। তাই এবার একেবারেই রাজনীতি ছাড়তে চাইচেন রুদ্রনীল। এমনটাই ইঙ্গিত দিয়েছেন,নিজেই।
রুদ্রনীলের অভিনয় নিয়ে তাঁর সমালোচকরাও কোনওদিন প্রশ্ন তোলেননি। সেই রুদ্রনীল বর্তমানে টলিউডে কোনও কাজ পাচ্ছেন না। সিনেমা থেকে সিরিজ, কোনও কিছুর অফার পাচ্ছেন না তিনি। প্রায় ১৬ মাস ঘরে বসেই কাটাচ্ছেন তিনি। কারণ একটাই। তিনি বিজেপির সদস্য। এমনটাই দাবি করেছেন তিনি।
২০২১ সাল থেকেই তাঁর হাতে কোন কাজ নেই। অথচ ২০১৯, ২০২০ তেও তাঁর কাজের অভাব হয়নি। সেই রুদ্র ১৬ মাস প্রায় কর্মহীন। তীব্র হতাশাতেই তিনি রাজনীতি থেকে অব্যাহতি চাইছেন। কিন্তু কবে বিজেপি ছাড়ছেন তার কোন স্পষ্ট উত্তর দেননি এই টলিউড অভিনেতা।
“পরিচালক-প্রযোজক বন্ধুরা, যাঁদের মধ্যে কেউ কেউ আবার শাসকদলের ঘনিষ্ঠ। তাঁরা পরিষ্কার করে বলেছেন বিজেপিটা ছেড়ে দে, নইলে তোকে কাজে নিতে অসুবিধা হচ্ছে।” এমনটাই দাবি রুদ্রনীলের।