কলকাতাMonday, 21 March 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

নবান্নের আদলে সেজে উঠবে পুরসভার কন্ট্রোলরুম

mtik
March 21, 2022 8:33 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক: বর্ষায় শহরের জলছবিকে পাল্টাতে এবার তথ্য নির্ভর করে তুলতে ইন্টিগ্রেটেড সিস্টেম তৈরি করছে পুরসভা। রাজ্য সরকারের আর্থিক সহায়তায় অত্যাধুনিক সরঞ্জাম বসিয়ে নবান্নর মতো কন্ট্রোল রুম হতে চলেছে কলকাতা পুরসভার সদর দফতরেও। রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের সঙ্গে এই কাজ হবে, তার ফলে কোথায় জল জমে রয়েছে কত দ্রুত জল নেমে যাচ্ছে কতটা পরিমাণ জল জমে রয়েছে, কোথায় পাম্প খারাপ হয়েছে, কোথায় পাম্প কতটা জল নিষ্কাশন করতে পারছে তার সমস্ত তথ্য কলকাতার কন্ট্রোল রুমে বসে দেখা যাবে।

কলকাতা পুরসভা সূত্রের খবর, নিকাশি পাম্পিং স্টেশনে সেন্সর লাগানো হয়েছে। যার সঙ্গে সরাসরি কন্ট্রোল রুমের সার্ভারের সংযোগ থাকবে। বর্ষা হোক বা দুর্যোগের পাম্পিং স্টেশনের অবস্থা সম্পর্কে সদর দফতর সর্বদা ওয়াকিবহাল থাকবে। এছাড়া ১০ টি এলইডি টিভি বা মনিটর লাগানো হবে। জলের পরিমাণ দেখা যাবে মনিটরে। এই কন্ট্রোল রুম কেইআইআইপি তৈরি করছে। বিপর্যয়ের সময় কন্ট্রোল রুমে বসে শহরের তথ্য জেনে দ্রুত সেই এলাকায় পৌঁছে যাবেন নিকাশি বিভাগের কর্মীরা। ফলে দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব হবে বলেই আশাবাদী কলকাতা পুরসভা।