পুবের কলম, ওয়েবডেস্কঃ জোড়া কাউন্সিলর খুনের ঘটনায় রং না দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। রবিবার রাজ্যের দুই প্রান্তে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন দু’জন কাউন্সিলর। এর মধ্যে পানিহাটিতে খুন হয়েছেন শাসকদলের কাউন্সিলর অন্যদিকে পুরুলিয়া ঝালদা খুন হয়েছেন কংগ্রেস কাউন্সিলর। এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। সোমবার নবান্নে এই নিয়ে বৈঠকে বসে রাজ্য পুলিশ এবং প্রশাসনকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ এবং প্রশাসন যেন রং না দেখে নিরপেক্ষ হয় ব্যবস্থা গ্রহণ করে। এ দিন এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, এই দিনের বৈঠকে নবান্নে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতার সিপি স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা এডিজি আইন-শৃঙ্খলা এবং ডিআইজি সিআইডি।
এখানেই মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন জায়গায় গণ্ডগোল করার চেষ্টা করছে বিরোধীরা অশান্তির ঘটনায় রাজনীতির রং না দেখে ব্যবস্থা নিতে হবে। আসলে সকাল থেকেই বিধানসভার ভেতরে এবং বাইরে এই জোড়া কাউন্সিলর খুনের ঘটনায় বিরোধীরা তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা করেছে। এই অবস্থায় এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতিও দাবি করছে বিরোধীরা। এই অবস্থায় জল যাতে হাতের বাইরে না যায়, সেজন্য পুলিশ এবং প্রশাসনকে কড়া হওয়ার বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বিরোধীরা সক্রিয় হওয়ার আগে পুলিশ এবং প্রশাসনকে সক্রিয় করে একইসঙ্গে তাদের মুখ বন্ধ করার চেষ্টাও করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত পানিহাটিতে গতকালই খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই এই খুনের পেছনে কারা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। একইভাবে ঝালদাতেও পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে যদি শাসকদলের কেউ যুক্ত থাকে তাকেও যেন না করা হয় বলেই জানিয়েছেন তিনি।
এ দিকে সোমবার দুপুরে আনিস-কাণ্ডের তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী। মুখ্যমন্ত্রী সঙ্গে তাঁর আধঘণ্টা মতো কথা হয়। সেখান থেকে বেরিয়ে কাসেম সিদ্দিকী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বলেছেন এই ঘটনার শেষ দেখে ছাড়বেন। আনিস খানের হত্যাকাণ্ড কেউ ছাড়া পাবে না বলে আশ্বাসও দিয়েছেন তিনি। এ দিন পীরজাদা বলেন, আনিস খানের মৃত্যু নিয়ে দিন দিদির সঙ্গে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, আমি সিট গঠন করেছি। অবশ্যই সিট নিরপেক্ষ তদন্ত করবে। এবং যে দোষী সে অবশ্যই শাস্তি পাবে।
এ দিন মুখ্যমন্ত্রী পীরজাদাকে এই বলে আশ্বস্ত করেছেন। সিটের তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। আনিস খানের বাবা নিশ্চিত থাকতে পারেন দোষীরা শাস্তি পাবে। আমি স্বয়ং তাঁর পাশেই আছি।