পুবের কলম, ওয়েবডেস্কঃ ট্যাংরার মেহের আলি লেনে রেস্কিনের গুদামে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে রয়েছে দমকলের ৫ টি ইঞ্জিন। জোরকদমে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হচ্ছে কর্মীদের।
ক্রমশই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে। কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। প্রথমে পাঁচটি ইঞ্জিন আসে।
পরে আরও তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে। গুদামের চাল ভেঙে পড়েছে। গুদামের আশেপাশে থাকা স্থানীয় মানুষকে নিরাপদ দূরত্বে সরানো হয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ, দমকল দেরিতে এসেছে। দাউদাউ করে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে। গুদামের পাঁচিলে ফাটল দেখা দিয়েছে। যেকোনও সময়ে ভেঙে পড়তে পারে।
গুদামের পাশের বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়েছে। দ্রুত সেগুলি খালি করা হচ্ছে। ক্রমশই বাড়ছে ইঞ্জিনের সংখ্যা। এই মুহূর্তে ১৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ।
এদিকে দমকলের দেরিতে আসার অভিযোগ উড়িয়ে দিয়েছেন মেয়র পারিষদ। তিনি বলেন, সঠিক সময়েই এসেছেন দমকল বাহিনী। ঘটনাস্থলে রয়েছেন মন্ত্রী সুজিত বসু।
ক্রমশই পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করছে। ঘটনাস্থলে এসেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন দমকলের তিন কর্মী।