পুবের কলম, ওয়েবডেস্কঃ বিজেপির বিক্ষোভের মাঝেই আজ বিধানসভার বাজেট অধিবেশনে টানা ভাষণ দিলেন তৃণমূল সুপ্রিমো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪০ মিনিট ধরে বক্তব্য রাখেন তিনি। এদিন মমতা তাঁর ভাষণে বলেন, বিজেপি গোটা দেশের সর্বনাশ করছে। এনআরসির প্রতিবাদে আন্দোলন হলেই গুলি চালাচ্ছে। গাড়ি চাপা দিয়ে কৃষকদের মারছে। কোভিডে মারা গেলে গঙ্গায় লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে। এটাই ওদের চরিত্র। ওরা গণতন্ত্র মানে না। মুখ্যমন্ত্রী এদিন বলেন, শিল্প-কর্মসংস্থান আমাদের মূল লক্ষ্য। আমরা কৃষকদের জন্য অনেক কিছু করেছি। বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছি। আমরা কৃষকদের আন্দোলনে ওদের পাশে থাকি। রাজ্যের উন্নয়নের জন্য আমরা যা করার করব। ওদের উন্নয়নের থেকে বেশি চিন্তা সিবিআই নিয়ে। আমরা মানবিক আর ওরা দানবিক। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখাকালীন বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি বিধায়করা। পরে তারা ওয়াক আউট করেন।
উল্লেখ্য, বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনেও ফের বিধানসভায় ধুন্ধুমার। এদিন রাজ্যপালের ভাষণ চলাকালীন বার বার ব্যাঘাত ঘটানোর জন্য দুই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়কে সাসপেন্ড করা হল। অসংসদীয় কাজকর্মের অভিযোগে এই দুই বিজেপি সাংসদকে সাসপেন্ড করা হয়েছে।
এদিন শুভেন্দু সাংবাদিক বৈঠক করে বলেন, ‘অগণতান্ত্রিক উপায়ে এই সাসপেন্ড করা হয়েছে। এর জন্য ধরনায় বসবেন বিজেপি বিধায়করা। এদিন একের পর এক তির্যক বাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা।