পুবের কলম ওয়েবডেস্কঃ মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। নিয়ন্ত্রণ করা হচ্ছে ইন্টারনেট। মূলত হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস রুখতে পরীক্ষার দিনগুলিতে সকাল ১১টা থেকে বিকেল ৩.১৫ পর্যন্ত ওইসব এলাকায় ইন্টারনেট নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার।
সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা এবছর রেকর্ড পরিক্ষার্থী বসছে মাধ্যমিক পরীক্ষায়। ২০২০ সালে শেষবার লিখিত পরীক্ষা হয়। ২০২১ এ করোনা পরিস্থিতির জেরে নেওয়া হয়নি পরীক্ষা। পাশ করে যায় সকল পরীক্ষার্থী।
আগামীকাল ৭ই মার্চ শুরু হবে ২০২২ এর মাধ্যমিক পরীক্ষা। রেকর্ড সংখ্যক ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ পড়ুয়া এবার পরীক্ষায় বসার আবেদন করেছে। পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত।
শনিবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন কোভিড প্রটোকল মেনে মাস্ক পরে সকলকে পরীক্ষা দিতে হবে। এছাড়াও পরীক্ষা শুরুর ১ ঘন্টা ১৫ মিনিটের মধ্যে যাওয়া যাবেনা শৌচালয়ে। মূলত প্রশ্নফাঁস রুখতে এই পদক্ষেপ।