পুবের কলম ওয়েবডেস্কঃ রবিবার সকালে মুম্বইয়ের এক হাসপাতালে প্রয়াত হয়েছেন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে। সোমবার অর্থাৎ ২১ ফেব্রুয়ারি অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। দুপুর দুটো থেকে ছুটি ঘোষণা করা হয়েছে নবান্নের তরফে।
দীর্ঘদিন ধরেই ছিলেন অসুস্থ, রবিবার মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা তৃণমূল বিধায়ক, রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে (Sadhan pande)সকালে দুঃসংবাদ পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) টুইটে শোকপ্রকাশ করেন। সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই সাধন পাণ্ডের শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিন্তিত হয়ে পড়েছিলেন চিকিৎসকরাও।শনিবারেই মেয়ে শ্রেয়া পান্ডে সোশ্যাল মিডিয়ায় বাবার শারীরিক অবস্থা নিয়ে আশংকা প্রকাশ করেছিলেন। রবিবার সকালে এল দুঃসংবাদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১।অপরাজেয় বিধায়ক সাধন পান্ডে। যিনি কখনও বিধানসভার ভোটে পরাজিত হননি। তদাতীন্তন বড়তলা থেকে শুরু করে আজকের মানিকতলা বিধানসভা কেন্দ্র। অপারাজেয় থেকেই বিদায় নিলেন সাধন পাণ্ডে।