কলকাতাTuesday, 15 February 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

বয়কটে উধাও ওলা-উবর বিপাকে নিত্যযাত্রীরা

mtik
February 15, 2022 7:23 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক­ আগামী ২২ ফেব্রুয়ারি  শহরজুড়ে ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছে ইউনিয়নগুলি। তার আগেই মঙ্গলবার ঘটল বিপত্তি। সোমবার এক ক্যাব চালককে মারধর করার অভিযোগ ওঠে। যার জেরেই মঙ্গলবার শহরজুড়ে অ্যাপ-ক্যাব চালক সংগঠনগুলি কর্মবিরতির ডাক দেয়। প্রসঙ্গত–

ওলা বা উবর সংস্থার সঙ্গে চালক ও মালিক সংগঠনগুলির বিবাদ দীর্ঘদিনের। সম্প্রতি অভিযোগ– যাত্রীদের থেকে প্রতিটা ট্রিপের জন্য যথেষ্ট টাকা নেয় সংস্থা। অথচ মালিক সংগঠনগুলিকে সেভাবে টাকা দেওয়া হয় না। ফলে গাড়ি চালিয়ে উলটে লোকসানের সম্মুখীন হতে হচ্ছে তাদের। শুধু তাই নয়– বেশ কিছু দিন ধরে যখন তখন কোনও কারণ ছাড়া অ্যাপ-ক্যাব ড্রাইভারদের আইডি ব্লক করে দেওয়া হচ্ছে। ফলে– পরিষেবা দিতে ব্যার্থ হচ্ছেন তারা।

সোমবার আইডি ব্লক হয়ে যাওয়ার কারণে এক চালক সংস্থার অফিসে যান। তিনি কথা বলতে গেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপরেই চালক সংগঠনগুলির তরফ থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের দাবি– কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হবে। না হলে রাস্তায় আর মিলবে না ওলা-উবরের মতো অ্যাপ-ক্যাব। মঙ্গলবার এ নিয়ে দুর্ভোগে পড়তে  হয় যাত্রীদের।