ইমামা খাতুন: দেউলপাড়া জাগরণী মিলন সংঘ এক সম্প্রীতি এবং এবং সাংস্কৃতিক মেলার আয়োজন করে। এই মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি ওয়ায়েজুল হক। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বড় নিদর্শন এই বাংলা। জাগরণী মঞ্চের মেলাতে যে মানুষরা এসেছেন তাতে কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে শিখ বোঝা মুশকিল। সব ধর্মের মানুষ এখানে মিলেমিশে একাকার।
বাংলার মাটি দুর্জয়ের ঘাঁটি! এখানে দুর্গাপুজো এবং ঈদে সকলেই উৎসব পালন করেন। মমতাময়ী মা রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। এখান থেকে আমরা সম্প্রীতির শিক্ষা পাই। ওয়ায়েজুল হক পিতা-মাতা ও সম্মানীয় ব্যক্তিদের সব সময় সম্মান প্রদানের কথা বলেন।
এই সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সাধারণ সম্পাদক মাহমাদুল হক (টুটুল), আলমগীর মোল্লা, সমাজসেবী আজিজুল হক প্রমুখ। এই সাংস্কৃতিক উৎসবটি পুরশুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিঙ্কর মাইতির নেতৃত্বে অনুষ্ঠিত হয়।