নয়াদিল্লি, ২৩ আগস্টঃ প্রাক্তন বিচারপতি এবং বিচারবিভাগীয় আধিকারিকদের বকেয়া পেনশন ভাতা এবং অবসরকালীন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্ট নির্দেশিকা থাকার পরও কেনো দেওয়া হচ্ছে না বকেয়া পেনশন ভাতা? সেই প্রশ্ন তুলেই শীর্ষ আদালতের দারস্থ হয়েছেন প্রাক্তন বিচারপতি এবং বিচারবিভাগীয় আধিকারিকরা। সেই মামলায় এবার ১৮টি রাজ্যের মুখ্যসচিবকে সুপ্রিম কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছিল, যাতে মুখ্যসচিবদের ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেওয়ার সুযোগ দেওয়া হয়। কিন্তু সেই আবেদন খারিজ করেন প্রধান বিচারপতি। তাঁদের সশরীরেই হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রবীণ আইনজীবী কে পরমেশ্বর বেঞ্চকে বলেন, বেশ কয়েকটি নির্দেশ এবং সময় বাড়ানো সত্ত্বেও, ১৮টি রাজ্য এখনও পর্যন্ত এসএনজেপিসি-র সুপারিশগুলি অমান্য করেছে। এরপরই প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, নির্দিষ্ট দিনে হাজিরা না দিলে, মুখ্যসচিবদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। এদিন ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “তাঁদের সশরীরে আমাদের সামনে হাজিরা দিতে হবে, না হলে আমরা তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করব।”
তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, দিল্লি, অসম, নাগাল্যান্ড, মেঘালয়, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, ঝাড়খণ্ড, কেরল, বিহার, গোয়া, হরিয়ানা এবং ওড়িশার মুখ্যসচিবদের ২৭ আগস্ট হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ২৭ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।