পুবের কলম,ওয়েবডেস্কঃ স্বামীর প্রেমিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ অধীনে মামলা। বড় পর্যবেক্ষণ আদালতের। জানা গেছে, মহারাষ্ট্রের চন্দ্রপুরের এক মহিলা স্বামীর প্রেমিকার বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা দায়ের করে। স্বামীর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক ও তার জেরে হেনস্থার অভিযোগ তুলে মামলা করেছিলেন ওই মহিলা। তবে প্রশ্ন ওঠে বিধি নিয়ে। জানা গেছে, প্রেমিকার বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোডের ৪৯৮এ অর্থাৎ গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করে। প্রশ্ন ওঠে আদৌ কি প্রেমিকার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করা যায়। বিচারপতি বিভা কঙ্কনওয়াড়ি এবং বৃশালি যোশীর বেঞ্চে ছিল শুনানি।
সংশ্লিষ্ট মামলার পর্যবেক্ষণে আদালত এদিন জানান, স্বামীর প্রেমিকাকে আত্মীয় হিসেবে গণ্য করা যায় না। ফলে তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারা লাগু করা যাবে না ।
আসলে ৪৯৮এ ধারা অনুসারে, বিবাহিত মহিলা যদি তাঁর স্বামী বা স্বামীর আত্মীয়দের দ্বারা নির্যাতন বা হেনস্থার শিকার হয়, তাহলে তা অপরাধ, যার জন্য তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা সহ শাস্তির বিধান রয়েছে। তবে এ ক্ষেত্রে স্বামীর প্রেমিকাকে স্বামীর আত্মীয় হিসেবে গণ্য করা যাবে না। তাই এ ক্ষেত্রে ৪৯৮এ ধারা প্রযোজ্য হবে না বলে জানিয়েছে হাইকোর্ট। শুধুমাত্র দ্বিতীয় মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এই অভিযোগ ছাড়া অন্য কোনও ধারা ওই মহিলার বিরুদ্ধে লাগু করা যাবে না।