কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

২০২৫ সালের হজ সচেতনতা শিবির সিউড়িতে

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

কৌশিক সালুই, বীরভূম :- ২০২৫ সালের হজযাত্রীদের জন্য সচেতনতা প্রশিক্ষণ শিবির শুরু হল বীরভূমে। শনিবার সিউড়িতে সদর ও বোলপুর মহকুমার ইমামদের নিয়ে এই সচেতনতা শিবির আয়োজিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির আধিকারিক সহ জেলা সংখ্যালঘু উন্নয়ন আধিকারিক সঞ্জীব টিকাদার।
   

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে আগামী বছরের হজ যাত্রীদের জন্য সিউড়ি ও বোলপুর মহাকুমার ২৫ জন ইমামদের নিয়ে সচেতনতা শিবির হল। রবিবার রামপুরহাট মহকুমার জন্য রামপুরহাট বালিকা উচ্চ বিদ্যালয় এই একই শিবির অনুষ্ঠিত হবে। ওই সমস্ত ইমামেরা নিজে নিজে এলাকায় মসজিদে এবং পাড়ায় পাড়ায় যারা হজ করতে যাবেন তাদেরকে হজ করতে যাওয়ার জন্য প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে ধারণা দেবেন। ২০২৫ সালের যারা হজ করতে যাবেন তাদের পাসপোর্ট ২০২৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত বৈধতা থাকতে হবে। যেকোনো বয়সের পুরুষ মহিলারা হজ করতে যেতে পারবেন।

৪৫ বছর বয়সের বেশি মহিলারা একা যেতে পারবেন। হজ যাত্রীদের মেডিকেল ফিট সার্টিফিকেট একমাত্র সরকারি হাসপাতালের থেকে নেওয়া প্রযোজ্য হবে। ৬৫ বছর বয়সী হজযাত্রীদের একজন করে সঙ্গী যাওয়া বাধ্যতামূলক যার বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। দ্রুত পাসপোর্ট পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য হজ্জ কমিটির পক্ষ থেকে হেল্প লাইন খোলা হয়েছে।

আগামী বছর হজ যাত্রার জন্য আনুমানিক চার লক্ষ টাকা খরচ হতে পারে বলে জানা গিয়েছে। জেলা সংখ্যালঘু উন্নয়ন আধিকারিক সঞ্জীব টিকেদার বলেন,” আগামী বছর যারা হজ করতে যাবেন তাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে তার জন্য এলাকার ইমামদের নিয়ে সচেতনতা শিবির করা হয়েছে। ওই সমস্ত ইমামরা স্থানীয় এলাকায় গিয়ে যারা হজ করতে যাবেন তাদেরকে সমস্ত বিষয় নিয়ে ধারণা দেবেন”।