সাও পাওলো, ২৫ আগস্ট: লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে দেশটিতে এখনও পর্যন্ত দু‘জনের মৃত্যু হয়েছে এবং ৩০টি শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দাবানলের কারণে দেশটির বহু মহাসড়কে যান চলাচল বন্ধ। দাবানল মোকাবিলায় ব্রাজিলের সাও পাওলো প্রদেশের সরকার একটি ক্রাইসিস ক্যাবিনেট গঠন করেছে। গভর্নর টারসিসিও ডি ফ্রেইতাস বলেন, ‘বর্তমানে আমাদের ৩০টি শহর উচ্চ সতর্কতায় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছি।’ দাবানলের ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে রাজধানী সাও পাওলো। ক্রমবর্ধমান তাপমাত্রা ও কম আর্দ্রতা সেখানে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে। বিভিন্ন এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ছে, যা মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। ব্রাজিল সম্প্রতি প্যান্টানাল জলাভূমিতে বড় ধরনের দাবানল এবং রিও গ্র্যান্ডে ডো সুল প্রদেশে বন্যার সম্মুখীন হয়েছে। প্রাদেশিক সরকার সতর্ক করে জানায়, বনে দাবানল দমকা বাতাস থেকে আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। গাছপালার পাশাপাশি বিশাল এলাকাও ধ্বংস করতে পারে দাবানল।