পুবের কলম,ওয়েবডেস্ক: “ফেলো কড়ি, মাখ তেল”- বহু প্রচলিত এই বাগধারাটি এবার আক্ষরিক অর্থেই প্রমাণ করল যোগীরাজ্যের পুলিশ। তবে কড়ি না এক্ষেত্রে জিলিপি না দেওয়ায় ব্যক্তির এফআইআর দায়ের করতে মানা করলেন পুলিশ। বাধ্য হয়ে ১ কেজি জিলিপি কিনে দিলেন অভিযোগকারী। ঘটনাটি ঘটেছে চঞ্চল কুমার নামে উত্তর প্রদেশের হাজিপুরের কনৌজ গ্রামের বাসিন্দার সঙ্গে।
জানা গেছে, শনিবার বিকেলে চঞ্চল কুমার নামে এক ব্যক্তি ওষুধ কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন । দোকান থেকে বের হওয়ার পর খেয়াল করেন, পকেটে তো মোবাইল নেই। বাড়ি, দোকান, রাস্তাঘাট- খোঁজাখুঁজি করে কোথাও মোবাইল না পাওয়াতেই তিনি বাহাদুরগড় পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করতে যান। কিন্তু সেখানেই পুলিশের অদ্ভুত দাবি শুনতে হয় তাঁকে। পুলিশের বিরুদ্ধে টাকা-পয়সা ঘুষ নেওয়ার কথা অহরহ শোনা যায়। তাবলে জিলিপির দাবি । যা শুনে রীতিমতো চক্ষু চড়ক গাছ অভিযোগকারীর। এদিকে, পুলিশও নাছোড়। কিছুতেই অভিযোগ দায়ের করবে না। বাধ্য হয়েই যুবক ১ কেজি জিলিপি কিনে আনেন থানার সকলের জন্য। এরপরই পুলিশ অভিযোগ দায়ের করে।