পুবের কলম,ওয়েবডেস্ক: আগামী ৯ সেপ্টেম্বর জিএসটি-র ৫৪তম সভা রয়েছে।স্বাস্থ্য ও জীবন বিমা থেকে অবিলম্বে জিএসটি প্রত্যাহার করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন। স্বাস্থ্য ও জীবন বিমা থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণকে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর বক্তব্য ছিল, সাধারণ মানুষের কথা চিন্তা করে স্বাস্থ্য ও জীবন বিমা থেকে অবিলম্বে জিএসটি প্রত্যাহার করতে হবে। নতুবা তিনি বাধ্য হবেন বৃহত্তর আন্দোলনে নামতে। এবারের বাজেটে স্বাস্থ্য ও জীবন বিমার ওপর ১৮ শতাংশ জিএসটি বসিয়েছে কেন্দ্র।
চিঠিতে নির্মলার উদ্দেশে ডেরেক লিখেছেন, ওই বৈঠকে সাধারণ মানুষের কথা চিন্তা করে স্বাস্থ্য ও জীবন বিমা থেকে জিএসটি প্রত্যাহার করার জন্য সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানাচ্ছি। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন বিশেষজ্ঞরাও। তাঁরা বলছেন, জীবন বিমা ও স্বাস্থ্য বিমায় সরকারের ১৮ শতাংশ জিএসটি চাপানো জনবিরোধী সিদ্ধান্তের নামান্তর। এর ফলে চিকিৎসা পরিষেবা পাওয়া মানুষের কাছে আরও কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে।