পুবের কলম,ওয়েবডেস্ক: ভারী বর্ষণে জেরবার ত্রিপুরা। রাজ্যের একাংশে জলের তলায় ডুবে গেছে। ত্রাণ তহবিলে আশ্রয় নিয়েছে বহু মানুষ। জারি মৃত্যু মিছিল। ক্ষতিগ্রস্ত বহু। এই আবহে আগরতলার কাছে রানিবাজার এলাকায় এক কালীমন্দিরে হামলা চালানোর জেরে ক্ষোভের আগুনে জ্বলছে ত্রিপুরা। এই ঘটনার পর এলাকার অন্তত ১২টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুড়িয়ে দেওয়া হয়েছে বহু গাড়ি। পরিস্থিতি সামাল মোতায়েন হয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি স্থানীয় এক কালীমন্দিরে হামলা চালিয়েছিল একদল দুর্বৃত্ত। এরপর রবিবার রাতে রানিবাজারে অন্তত ১২টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। পাশাপাশি একাধিক মোটরবাইক ও পিকআপ ভ্যানে আগুন লাগিয়ে দেয়। যাকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। পুলিশের তরফে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। কারা এই হামলা , কেনই বা এহেন ঘটনা ঘটাল জারি তদন্ত ।’