আইভি আদক, হাওড়া: এই মুহূর্তে রণক্ষেত্র পরিস্থিতি হাওড়া ময়দানে। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি। পুলিশ পাল্টা লাঠিচার্জ করে ও জলকামান এবং টিয়ার গ্যাস চার্জ করে।
হাওড়া ময়দানের কাছে পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীদের এলোপাথাড়ি ইটপাটকেল ও পাথর ছুঁড়লো। পুলিশের লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা হল। আন্দোলনকারীদের ছোঁড়া ইটের ঘায়ে গুরুতর জখম হলেন চন্ডীতলা থানার আইসি শৌভিক গঙ্গোপাধ্যায়। তাঁর মাথা ফেটে রক্তাক্ত অবস্থা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাওড়া ময়দানেও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও র্যাফও পাল্টা জলকামান ও টিয়ার গ্যাস ছোঁড়ে। লাঠিচার্জও করা হয়।
ক্রমশই রণক্ষেত্র হচ্ছে পরিস্থিতি হাওড়ায়। পশ্চিমবঙ্গ ‘ছাত্র সমাজে‘র মিছিল ঘিরে তুলকালাম।
হাওড়ার মল্লিক ফটক বাজারে এদিন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। সেখানেই আহত হন চণ্ডীতলার আইসি। তার মাথা ফেটে গিয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।